প্রবাস

দারুল হিকমাহ একাডেমীর আয়োজনে মহান একুশে ফেব্রুয়ারী উদযাপন

গতকাল মিলান কেন্দ্রীয় জামে মসজিদের স্বার্বিক তত্ত্বাবধানে "দারুল হিকমাহ একাডেমীর আয়োজনে দিনব্যাপী উদযাপিত হলো মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশে ফেব্রুয়ারী।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা  আরম্ভ হয়। একাডেমীর ছাত্র/ছাত্রীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে ছোট্র একটি বাংলাদেশের রুপ ফুটে ওঠে।

অনুষ্ঠানকে তিনটি পর্যায় বিভক্ত করেন। প্রথমে সমবেত কন্ঠে  ইসলামিক সংগীত পরিবেশিত হয় এক ঝাঁক ছাত্রীদের সাবলীল উপস্হাপনায়।

ইসলামিক গজল,সংগীত এবং কোরআন তেলাওয়াত পরিবেশন করেন একাডেমীর ছাত্রছাত্রীরা।

অত্যান্ত প্রাণবন্ত ও সাবলীলভাবে অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমীর ভাই প্রিন্সিপাল রেজাাউল করিম।

সভায় সভাপতিত্ব করেন মিলান কেন্দ্রীয় জামে মসজিদ এর সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম, বিশেষ অতিথি মাওলানা জোনাইদ সোবহান,জনতা ব্যাংকচেঞ্জ মিলান শাখার ম্যানেজার মিজানুর রহমান!

মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেন জনতা ব্যাংক ম্যানেজার মিজানুর রহমান,সাংবাদিক তুহিন মাহামুূদ।

ছোট ছোট কোমলমতি শিশুদের মাতৃভাষার প্রতি গভীর মমত্ববোধ,ইসলামিক পরিবেশে জীবন গঠনের লক্ষে ছাত্রছাত্রী ও অভিভাবকদের প্রতি দৃষ্ট আকর্ষণ করে বক্তব্য রাখেন একাডেমীর পরিচালক মাওলানা জোনাইদ সোবহান,একাডেমীর শিক্ষক আবু নাসের বাহার, আবু রাশেদ আরও অন্যান্যরা।

অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও স্হানকারীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।

ভাষা সৈনিক শহীদদের আত্নার  মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম।
অনুষ্ঠান শেষে প্রীতিভোজে অংশ নেন আগত সকলে।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি