প্রবাস

বাংলাদেশে বিনামূল্যে ঠোঁটকাটা রোগীর অস্ত্রোপচার করবেন অস্ট্রেলিয়ার চিকিৎসকরা

‘অজি বাংলা স্মাইল’ নামে ১১ জন চিকিৎসকের একটি দল আগামী ১১ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত  বাছাইকৃত ঠোঁটকাটা, তালুকাটা এবং পোড়া রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করবেন। প্রথম পর্যায়ে ১১-১৬ মার্চ তারিখে রাজধানী ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত ইএনটি এন্ড হেড-নেক ক্যান্সার হসপিটাল এন্ড ইনস্টিটিউটে এবং দ্বিতীয় পর্যায়ে ১৭-২২ মার্চ পর্যন্ত পাবনা জেলায় অবস্থিত পাবনা মেডিক্যাল কলেজে এই সেবা প্রদান করা হবে।

চিকিৎসার জন্য আগ্রহী দুই বছরের অধিক বয়সী রোগীদের ২৮ তারিখের মধ্যে হেমায়েতপুর পাবনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অফিস কক্ষে এবং ঢাকায় চিকিৎসা নিতে আগ্রহীদের ইএনটি এন্ড হেড-নেক ক্যান্সার হসপিটাল এন্ড ইনস্টিটিউটে নাম তলিকা ভুক্ত করতে হবে। পাশাপাশি ০১৭৬৩৬৯০৫৭১ মোবাইল নম্বরের মাধ্যমে সরাসরি যোগাযোগ করা যাবে।

অজি বাংলা স্মাইল টিম ২০০৭ সাল থেকে প্রতিবছর বাংলাদেশে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে আসছে। এই দীর্ঘ ৮ বছরের তারা ৭২০ জনের অধিক ব্যক্তিকে বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান করেছেন। এ উদ্যোগের প্রধান উদ্যোক্তা একজন বাংলাদেশি চিকিৎসক ডঃ হাসান সারোয়ার। যিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় কর্মরত আছেন।
 
যোগাযোগ : drhasansarwar@gmail.com
www.aussibangla.org.au