প্রবাস

বিশ্ব সিলেট সম্মেলন, টরন্টো'র লোগো উন্মোচন

আগামী ১ ও ২ সেপ্টেম্বর টরন্টোতে অনুষ্ঠিতব্য বিশ্ব সিলেট সম্মেলন ২০১৮-র লোগো উন্মোচন করা হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি স্থানীয় ক্যাফে ডি তাজ রেষ্টুরেন্টে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সদস্যবৃন্দ এবং শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে একটি সুদৃশ্য কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের লোগো উন্মোচন করা হয়। 'সিলেট আমার অহঙ্কার' শ্লোগান সম্বলিত এবং জালালি কবুতরের সমন্বয়ে নান্দনিক এ লোগো দেখে উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে তাদের উচ্ছাস প্রকাশ করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী রণির উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সৈয়দ আফসার, মঈন চৌধুরি, মুজিব হক, লায়েক চৌধুরি, এমরুল ইসলাম, আব্দুল হামিদ, আহমেদ হোসেন লনি, ইন্তেখাব চৌধুরি তুহিন, জুমেল চৌধুরি, ইলিয়াস খান, রিংকু সোম, সুশীতল চৌধুরি, এজাজ চৌধুরি, ফারুক আহমেদ, মানিক চন্দ, রাফিয়া মকবুল প্রমুখ। বক্তারা আসন্ন সম্মেলনকে সাফল্যমন্ডিত করে তুলতে নানান পরামর্শ দিয়ে সহযোগিতার আশ্বাস দেন।

সভার শুরুতে মাহবুব চৌধুরী রণি তার বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের রূপরেখা এবং কতিপয় সাংগঠনিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ তুলে ধরেন। তিনি বলেন, সম্মেলনের তারিখ এবং স্থান ইতিমধ্যে ঘোষণা করা হযেছে। দুই দিনের এ সম্মেলনে দশ হাজার লোকের সমাগম হবে বলে আশা ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশ, ভারত, ইউরোপ, দূরপ্রাচ্য, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সিলেটিরা অংশগ্রহণ করবেন; সব দেশের জাতীয় সংগীত বাজানো হয়তো সম্ভব হবে না: তাই সিদ্ধান্ত নেয়া হয়েছে সম্মেলনে কেবল কানাডা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হবে। তিনি বলেন, সম্মেলনের বাজেট ধরা হয়েছে প্রায় দেড় লক্ষ ডলার। এর মধ্যে সংগঠনের সদস্যরা ৫০ হাজার ডলার প্রদান করবেন। বাকি অর্থ আসবে স্পন্সর এবং অন্যান্য সূত্র থেকে। তিনি বলেন, একটি সুন্দর সম্মেলন করতে যা যা প্রয়োজন তা করতে সংগঠনের সদস্যরা বদ্ধপরিকর।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি