প্রবাস

সিরিয়ায় রাশিয়ান বিমান বিধ্বস্ত, নিহত ৩২

সিরিয়ায় রাশিয়ার একটি পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ আরোহীর সবাই মারা গেছেন। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, উড়োজাহাজটিতে ২৬ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। সিরিয়ায় রাশিয়ার হামিমিম বিমান ঘাঁটিতে অবতরণের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রাথমিক তথ্যানুযায়ী যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে।’উড়োজাহাজটি গুলি করে ভূপাতিত করা হয়নি। বিধ্বস্ত হওয়ার আগে এটি রানওয়ে থেকে মাত্র ৫০০ মিটার দূরে ছিল। বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

২০১৫ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়ায় আসাদবিরোধীদের ওপর বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া। সিরিয়ায় এই রুশ হস্তক্ষেপের কারণে শেষ পর্যন্ত পরাজয়ের কিনারা থেকে সুবিধাজনক অবস্থানে ফিরতে সক্ষম হন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সর্বশেষ গত বছরের অক্টোবরে হামিমিম বিমান ঘাঁটিতে উড্ডয়নের সময় একটি রুশ সুখোই জঙ্গি বিমান বিধ্বস্ত হলে দুজন নিহত হয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি