প্রবাস

ঢাকায় প্রখ্যাত চিত্র শিল্পী খোরশীদ আলম সেলিমের চিত্র প্রদর্শনী ১৭ মার্চ

নিউইয়র্ক প্রবাসী আন্তজার্তিক খ্যাতি সম্পন্ন,ও অলিম্পিক গোল্ড মেডেলিষ্ট চিত্র শিল্পী খোরশীদ আলম সেলিমের  ৬৭তম সলো চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে ঢাকার ঐতিহ্যবাহী  গ্যালারী ২১এ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম  জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ শনিবার বিকাল ৬টায় এর উদ্ধোধন করা হবে। তা চলবে ২৭ মার্চ মঙ্গলবার পর্যন্ত। আন্তজার্তিক চিত্র শিল্পী খোরশিদ আলম সেলিমের এই প্রদর্শনীতে সবাইকে অংশ নেয়ার জন্য আয়োজকদের পক্ষ থেকে স্বাদর আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রী তাজউদ্দীন আহমদের তনয়া ও বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য সিমিম হোসেন রিমি ও শিহীদ কর্ণেল জামিলের তনয়া গ্যালারী ২১এর পরিচালক  চিত্র শিল্পী শামীম সুবর্না।