প্রবাস

সিডনির ষ্টেট লাইব্রেরীতে বাংলা আর্ট এক্সিবিশন ১০-১১ মার্চ

সিডনী’র নিউ সাউথ ওয়েলস স্টেট লাইব্রেরীতে আসছে ১০ ও ১১ই মার্চ শনি ও রবিবার অনুষ্ঠিত হবে দিনব্যাপী বাংলা আর্ট এক্সিবিশন”। চিত্রপ্রদর্শনেরসময়সীমাসকাল ১০টা থেকে বিকাল ৪টা।

বাংলা আর্ট এক্সবিশনে” প্রদর্শিত হয় মুলত চিত্রকলা, আলোক চিত্র, ভাস্কর্য, ঐতিহ্যবাহী নকশীকাঁথা, পটচিত্র, বিভিন্ন লোকজ ও কারুশিল্প। বাংলা আর্ট এক্সবিশিনের আয়োজক মুনির হোসেন জানান, এবারের আর্ট উৎসবে মুলতঃ প্রবাসে বেড়ে উঠা শিশুদের বাংলাদেশ নিয়ে চিন্তা, ভাবনা ও কল্পনা নিয়ে আঁকা ছবিকে প্রধান্য দেয়া হচ্ছে। পাশাপাশি বড়দের আকা ছবিও রয়েছে। তিনি মনে করেন, এই শিল্প-উৎসব প্রবাসে বাংলাদেশের শিল্পকলার স্বকীয়তাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার একটি ইতিবাচক প্রচেষ্টা।

উল্লেখ্য যে, এই বাংলা আর্ট এক্সিবিশনের চিত্র প্রদর্শনের মাধ্যমে শিশুদের আঁকা শিল্পকর্ম গুলো মূলত বেশি উৎসাহিত করা হয়।বাংলাদেশেরবিভিন্নধারারশিল্পকর্মকেবিশ্বজনীনভাবেতুলেধরতেআয়োজিতহচ্ছে এই আর্টএক্সবিশন। বাংলাদেশী চিত্র প্রদর্শনী ছাড়াও এবার নিউজিল্যান্ড ও পশ্চিম বাংলা’র আর্ট ও থাকছে এবারের আয়োজনে।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি