সিডনির ওয়েলী পার্কের সবুজ চত্বরে গত ২৪শে মার্চ বিকেলে স্বাধীনতা দিবসের স্মরণে প্রবাসী বাঙ্গালীরা শতকণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে মুক্তি যোদ্ধাদের প্রতি, দেশের প্রতি ও আত্নত্যগী মানুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। বৈরী আবহাওয়া ও স্থান সংক্রান্ত জটিলতা সত্ত্বেও স্বাধীনতাবোধে উদ্বুদ্ধপ্রবাসীরালাল ও সবুজের ছোঁয়ায় বাংলাদেশের গৌরবজ্জল অংশটুকু প্রবাসের প্রান্তরে ছড়িয়ে দিতে চেষ্টা করেন। কবিতা বিকেল, একুশে একাডেমী সহ আরও বেশ কয়েকটি সংগঠন তাদের পরিবেশনায় দর্শকদের মোহিত করেন।শতকণ্ঠে জাতীয় সঙ্গীত’-এই আয়োজনে এবারের সাংবাদিকতায় একুশে পদক প্রাপ্ত রনেশ মৈত্রকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। আহবায়কদের পক্ষ থেকে বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী সিরাজুস সালেকিন বলেন, বৃহত্তর স্বার্থে দেশের জন্য আমরা সবাই যেন একাত্ন হয়ে কাজ করতে পারি সেটাই মূলত এই আয়োজনের লক্ষ্য। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ডঃ শাখাওয়াত নয়ন ও সার্বিক তত্ত্বাবধানে আল নোমান শামিম এবং সহযোগিতায় গ্রামীণ চটপটি রেস্টুরেন্ট।
এলএবাংলাটাইমস/এএল/এলআরটি
এলএবাংলাটাইমস/এএল/এলআরটি