প্রবাস

১৫ এপ্রিল রবিবার বাকার পহেলা বৈশাখ

রোসকো আর নিক্স এলিমেন্টারি স্কুলে আগামী ১৫ এপ্রিল, রবিবার, বাঙালি-আমেরিকান খ্রিষ্টান এসোসিয়েশন (বাকা) বাংলা নববর্ষ উদযাপন করবে। সন্ধ্যা ৬ ঘটিকায় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে নতুন বর্ষ ১৪২৫ বঙ্গাব্দকে বরণ করে নেয়া হবে। সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক কাকন রোজারিও জানান, গতানুগতিক সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এবারের অনুষ্ঠানে থাকছে নতুন চমক।
সংগঠনের প্রেসিডেন্ট স্ট্যানলি খোকন জানায়, বাকার অনেকগুলো অনুষ্ঠানের মধ্যে বাংলা নববর্ষ বরণ সংগঠনের বড় একটি অনুষ্ঠান। বৈশাখ মাস আসলেই প্রবাসীদের মন চলে যায় মাতৃভূমি। তিনি বলেন, প্রবাসের মাটিতে এই ক্ষুদ্র আয়োজন অনেকটা সেই ব্যথা ভুলিয়ে দেয়। তিনি আরো বলেন, নববর্ষ পালনে এই দেশে জন্ম নেয়া শিশু-কিশোরদের আগ্রহ লক্ষ করা যায়। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সত্যি এটি একটি ইতিবাচক দিক এবং আমাদের অনুষ্ঠান আয়োজন সার্থক।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বের পাশাপাশি থাকবে দেশীয় নানা ধরণের খাবারের আয়োজন। থাকবে, ইলিশ ভাজা, পান্তা ভাত, ভিবিন্ন প্রকার ভর্তা, পায়েস, পিঠার পায়েস, মিষ্টি সব হরেক রকম খাবার।
ইতোমধ্যে এলাকায় আয়োজনের ধুম পরে গেছে। মহিলাদের পছন্দের তালিকায় বাংলার ঐতিহ্যবাহী শাড়ি কেনায় ব্যস্ত। আশা ই গোমেজ অনেকটা ব্যস্ত আছেন নতুন আঙ্গিকে মঞ্চ তৈরির করার কাজে। তিনি জানান, এবারের থাকবে শিশুদের জন্য ফেস পেন্টিং।
অনুষ্ঠানে কোনো প্রবেশ মূল্য নেই। যে কেউ অনুষ্ঠানে যোগদান করতে পারবে।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি