প্রবাস

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের বর্ষবরণ

বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪২৫ উদযাপন করলো প্রবাসের অন্যতম বৃহত্তম সামাজিক  ও সাংস্কৃতিক সংগঠন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউ.এস.এ ইনক।  গত রবিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মেজবান রেস্টুরেন্টের পার্টি হলে সংগঠনের সভাপতি মো: আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দুই পর্বে অনুষ্ঠিত প্রথম পর্ব নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও ‘প্রবাসে নববর্ষের মিলন মেলা’ শীর্ষক আলোচনা সভা সংগঠনের সাধারণ সম্পাদক মো: এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পর বক্তারা বলেন বাংগালীর নববর্ষ আজ আন্তর্জাতিক রূপ পাচ্ছে। বিশ্বের যেখানেই বাংগালী সেখানেই প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হয়। আগামী প্রজন্ম ও বিশ্ববাসীর কাতারে আমাদের নববর্ষের সাংস্কৃতিক বৈশিষ্ট তুলে ধরতে হবে। অনুষ্ঠানে নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য রাখেন ট্রাষ্ট্রি বোর্ড সদস্য মো: আবদুল আউয়াল সিদ্দিকী, ট্রাষ্ট্রি বোর্ড সদস্য একেএম আশরাফুল হক, ট্রাষ্ট্রি বোর্ড সদস্য হাবিব রহমান হারুন, ট্রাষ্টি বোর্ডের সদস্য মো: জাইদুল কবীর খান সারোয়ার, উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ, উপদেষ্টা বাবু তারক চন্দ্র পন্ডিত, উপদষ্টো মো: শহীদুল হাসান, উপদেষ্টা এ.কে.এম. রফিকুল ইসলাম ডালিম, সহ সভাপতি বাবু জয়ন্ত শর্মা বিশ্ব, সহ সভাপতি মো: হুমায়ুন কবীর, সহসভাপতি মো: ইমরুল হাসান ফেরদৌস, সহ সভাপতি মীনা ইসলাম, সহ সভাপতি মো: আলী আহসান আকন্দ শামীম, সহ সাধারণ সম্পাদক জাবির হোসেন তাকবীর, সহ সাধারণ সম্পাদক মুহিবুর রশিদ সুজন, প্রচার সম্পাদক ফয়সাল কবীর, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর জামিল দিপু, সাংস্কৃতিক সম্পাদক মো: গোলাম হায়দার শামীম, শিক্ষা সম্পাদক তানবীর রায়হান মিঠু, মহিলা বিষয়ক সম্পাদক খালেদা আক্তার কিরণ, ধর্ম বিষয়ক সম্পাদক বাবু তপন বিশ্বাস, কার্যকরী সদস্য আশরাফুল আলম হিমেল, সদস্য রাফিউল করীম খান সাজ্জাদ, সদস্য হাবিবুর রহমান কামাল, সদস্য মো: সাইফুল ইসলাম প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা সদরের ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার লুনা, মো: আ: হালিম, মো: আলী আকবর, মো: নজরুল ইসলাম, বাবু লিটন চন্দ্র সাহা, সহ কমিটির সকল সদস্যদের পরিবার বর্গ নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় সাংস্কৃতিক সম্পাদক মো: গোলাম হায়দার শামীমের উপস্থাপনায় দলীয় সংগীত পরিবেশন করে তারার আলোর সদস্যবৃন্দ, নৃত্য পরিবেশন করেন অনন্যা শর্মা পিয়া, নববর্ষের ক্রাউন হিসেবে আনন্দ পরিবেশন করেন মি. মাইক এবং সমগ্র অনুষ্ঠানটি মাতিয়ে রাখেন প্রবাসের অন্যতম কন্ঠশিল্পী সোমা রহমান। পান্তা ইলিশ ও হাওড় বাউরের অন্যতম প্রসিদ্ধ হিদল ভর্তায় নৈশ ভোজের পর সভাপতি মো: আনোয়ার উদ্দিন বর্ষবরণ ১৪২৫ সমাপ্তি ঘোষণা করেন এবং ২২শে জুলাই বার্ষিক চড়–ইভাতি অনুষ্ঠানে স্বপরিবারে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।