প্রবাস

প্রিয়তোষ সাহার অপসারণের দাবীতে লসএঞ্জেলেসে কর্মসূচি অব্যাহত

লস এঞ্জেলেসে বাংলাদেশের কন্সাল জেনারেল প্রিয়তোষ সাহার অপসারণ দাবিতে কর্মসূচি অব্যাহত রয়েছে। গত ১১ই এপ্রিল লসএঞ্জেলেসবাসী  মাননীয় রাষ্ট্রদূত, বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট খোলা চিঠি পাঠিয়েছেন এবং লসএঞ্জেলেস কনসুলেট অফিসের সামনে  প্রতিবাদ সমাবেশ করেছিলেন। তারই ধারাবাহিকতায় গতকাল ও আজ লসএঞ্জেলেসের বিভিন্ন স্থানে প্রতিবাদ র‌্যালী হয়েছে।

আন্দোলনকারীদের অভিযোগ, প্রিয়তোষ সাহা একের পর এক সরকার ও জনগনবিরোধী কার্যকলাপ করে যাচ্ছেন। যার কারণে লসএঞ্জেলেসে আওয়ামী পরিবারসহ সকল সংগঠনে সর্বস্তরের মানুষের মধ্যে সম্প্রীতি নষ্ট হচ্ছে, যা এর আগে কখনই দেখা যায়নি। এসব অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ প্রশ্ন তুলেন বা প্রতিবাদ করেন তাহলে তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনির নিয়োগপ্রাপ্ত লোক বলে মানুষকে ভয় দেখান।

আজ সকালে কনস্যুলেট অফিসের সামনে গিয়ে দেখা গেছে বিভিন্ন স্তরের মানুষ এই প্রতিবাদ র‌্যালীতে যোগ দিয়েছেন। এদিকে আওয়ামী পরিবারসহ বেশীরভাগ সাধারণ জনগণ কনসাল প্রিয়তোষ থাকাকালীন কনস্যুলেট অফিসে না যাওয়ার ঘোষনা দিয়েছেন।
প্রতিবাদকারীরা লসএঞ্জেলেস কনসুলেট অফিসের সামনে প্রতিবাদের পর সকলে মিলে শান্তিপূর্নভাবে অফিসের সামনে বিভিন্ন ধরনের প্রতিবাদী ব্যানার ও ফেষ্টুন নিয়ে দাঁড়ান এবং অফিসের কর্মকর্তাদের নিকট জানতে চান মাননীয় প্রধান মন্ত্রীর নিকট পাঠানো খোলা চিঠি সংশ্লিষ্ট দপ্তরে মাননীয় রাষ্ট্রদূত ওয়াশিংটন এর মাধ্যমে পৌছেছে কিনা।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি