আমেরিকা

তাহলে এমি কোনি ব্যারেটই হবেন নতুন বিচারপতি?

অবশেষে ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থী এমি কোনি ব্যারেটই সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন, সেটি এক প্রকার নিশ্চিত হলো। রিপাবলিকান সিনেটর লিসা মুরকোওয়াস্কি নিশ্চিত করেছেন, তিনি এমি কোনি ব্যারেটকে ভোট দিবেন। এর আগে এই সিনেটর নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি নিয়োগের ভোট দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। রবিবার (২৫ অক্টোবর) রিপাবলিকান সিনেটর লিসা মুরকোওয়াস্কি সিনেট ফ্লোরে এমি কোনি ব্যারেটকে ভোট দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেন। আগামী সোমবার সিনেটে এমি কোনি ব্যারেটকে সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি নিযুক্ত করার ব্যাপারে ভোট দেওয়া হবে। এর আগে সিনেটর লিসা মুরকোওয়াস্কি ভোট দিতে অসম্মতি জানালে এমি কোনি ব্যারেট সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারবেন কি না, সে বিষয়ে সংশয় দেখা দিয়েছিলো। লিসা মুরকোওয়াস্কি সিনেটে বলেন, নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করা হলে জনগণ ভাবতে পারে নির্বাচনে কোর্টের ক্ষমতা ব্যবহার করা হচ্ছে। এতে জনগণের মধ্যে ভুল বার্তা পৌঁছাবে। এজন্য প্রথম দফায় ভোট দিতে আমি অস্বীকৃতি জানিয়েছিলাম। তিনি বলেন, এমি কোনি ব্যারেট শুনানিতে নিজের অবস্থান রাজনৈতিক প্রভাব থেকে স্বচ্ছ রাখতে পেরেছেন। তাঁর যোগ্যতা নিয়ে সংশয় না থাকায় ভোট দিতে সম্মত হয়েছি। সিনেটে রিপাবলিকান ও ডেমোক্রেটিক সিনেটর রয়েছেন ৫৩-৪৭। লিসা মুরকোওয়াস্কি ভোটে রাজি হওয়ায় এমি কোনি ব্যারেট সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হচ্ছেন, এটি এক প্রকার নিশ্চিত। তবে রিপানলিকান সিনেটর সুশাল কলিনস নির্বাচনের আগে এমি কোনি ব্যারেটকে নিয়োগের ব্যাপারে ভোট দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তবু সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে রয়েছেন রিপাবলিকানরা। এদিকে, এমি কোনি ব্যারেটকে নিয়োগ করার ব্যাপারে বরাবারই অসম্মতি জানিয়ে আসছেন ডেমোক্রেটিকরা। তাঁদের দাবি, রক্ষণশীল এমি কোনি ব্যারেট বিচারপতি নিযুক্ত হলে ওবাকাকেয়ার, গর্ভপাত ও সমকামী আইনে পরিবর্তন হতে পারে। এলএবাংলাটাইমস /ওএম