আমেরিকা

মাইক পেন্সের পাঁচ উপদেষ্টা করোনায় আক্রান্ত

প্রেসিডেন্ট অফিস ছেড়ে এবার ভাইস প্রেসিডেন্ট অফিসে হানা দিয়েছে করোনা। সর্বশেষ খবরে জানা গেছে, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের উপদেষ্টা ও অফিস কর্মকর্তাসহ কমপক্ষে পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। হোয়াইট হাউজ সংশ্লিষ্টসূত্র সোমবার (২৬ অক্টোবর) গণমাধ্যমে এই খবর ফাঁস করেন। যদিও এখন পর্যন্ত হোয়াইট হাউজের অফিশিয়াল সূত্র একজনের করোনা সংক্রমণের কথা জানিয়েছে। এর আগে হোয়াইট হাউজ সূত্র জানিয়েছিলো, পেন্সের চীফ অব স্টাফ মার্ক শর্ট এর শরীরে করোনা সনাক্ত হয়েছে। এছাড়াও পেন্সের অন্যতম উপদেষ্টা জ্যাক বাউওয়ের এবং মার্টি অবস্টের করোনা সনাক্তের খবর ফাঁস হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, এখন পর্যন্ত মাইক পেন্স ও তাঁর স্ত্রী করোনামুক্ত হলেও খুব শীঘ্রই পেন্সের ঘনিষ্ঠ কোনো কর্মকর্তা করোনা পজেটিভ হবেন বলে শঙ্কা রয়েছে। সেক্ষেত্রে মাইক পেন্সও ঝুঁকিমুক্ত নন। জানা গেছে, ভাইস প্রেসিডেন্ট অফিসের কর্মকর্তা 'ভীত'। মাইক পেন্সের বেশ কাছের কয়েকজন কর্মকর্তা ও উপদেষ্টার করোনাভাইরাস পজেটিভ আসলেও কোয়ারেন্টাইনে থাকতে অস্বীকৃতি জানিয়েছেন মাইক পেন্স। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের গাইডলাইন অনুযায়ী, সংক্রমণের ন্যুনতম সম্ভাবনা থাকলেও কোয়ারেন্টাইনে থাকতে হবে। হোয়াইট হাউজ সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনায় আক্রান্ত উপদেষ্টা ও কর্মকর্তাদের মধ্যে পেন্সের সবচেয়ে ঘনিষ্ঠ হচ্ছে জ্যাক বাউওয়ের। তিনি মাইক পেন্সের 'বডিম্যান' অর্থাৎ অন্যতম সহকারী হিসেবে দিনে ও রাতে পেন্সের সহকারী হিসেবে কাজ করেন। হোয়াইট হাউজের প্রধান চীফ অব স্টাফ মার্ক মিয়াডোস গণমাধ্যমে ব্যক্তিগত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, এখন পর্যন্ত মাইক পেন্স ও তাঁর স্ত্রী করোনামুক্ত আছেন। আসন্ন নির্বাচনী ক্যাম্পেইনে তিনি মাস্ক ব্যবহার করবেন ও সামাজিক দূরত্ব বজায় রাখবেন। এলএবাংলাটাইমস /ওএম