আমেরিকা

রিপাবলিকান সমর্থিত রাজ্যে বাইডেনের শেষ চেষ্টা, সাবধানী ট্রাম্প

যুক্তরাষ্ট্রে সাধারণ নির্বাচনের আর মাত্র এক সপ্তাহ বাকি। ইতোমধ্যে রেকর্ড সংখ্যক আগাম ভোটও পড়ে গেছে। নির্বাচনকে সামনে রেখে জোরেশোরে প্রচারণা শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন শিবির। নির্বাচনের দ্বারপ্রান্তে এসে প্রতিপক্ষ রাজ্যগুলোতে প্রচারণা শুরুর পরিকল্পনা করেছেন জো বাইডেনের ডেমোক্রেটিক শিবির। অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান শিবির বেশি নজর রাখছে ২০১৬ এর নির্বাচনে জয় লাভ করা রাজ্যগুলোতেই। সেইসাথে মিনেসোটা ও নেভাদাকে পুনরুদ্ধারের চেষ্টাও চালিয়ে যাচ্ছেন ট্রাম্প শিবির। জো বাইডেন মঙ্গলবার (২৭ অক্টোবর) রিপাবলিকান সমর্থিত জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণা শুরু করছেন। ১৯৯২ সাল থেকে জর্জিয়ায় ডেমোক্র‍্যাট প্রার্থী জয় লাভ করেনি। ফলে জো বাইডেনের জন্য জর্জিয়া 'রেড স্টেট' হিসেবেই বিবেচনা করা হচ্ছে। তবে সাম্প্রতিক জনমত জরিপে বেশকিছু 'সুইস স্টেটে' এগিয়ে গেছেন বাইডেন। ফলে রিপাবলিকান সমর্থিত রাজ্যগুলোতে জয় লাভের আশা করছেন জো বাইডেন। অপরদিকে মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনে জয়ী হওয়া তিনটি অঙ্গরাজ্যেই সফরের পরিকল্পনা করেছেন। মিশিগান, নেবারাসকা এবং উইসকনসিনে নির্বাচনী র‍্যালি রয়েছে ট্রাম্পের। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ২০২০ সালের নির্বাচনে গতানুগতিক সমীকরণ পাল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রাম্প প্রশাসন করোনাভাইরাস মোকাবেলায় ব্যর্থ হওয়ায় জনসমর্থন হারাতে পারে রিপাবলিকানরা। মহামারি করোনাভাইরাসের কারণে দেশটিতে ২ লাখ ২৫ হাজার বাসিন্দা মারা যাওয়ায় এবারের নির্বাচন অন্যান্য নির্বাচন থেকে আলাদা হবে। তাছাড়া ডেমোক্র‍্যাটিক শিবির বরাবরের মতো বেশ কিছু বড় অঙ্গরাজ্যের সহায়তা পাওয়ায় আসন্ন নির্বাচনে শক্ত অবস্থানে করতে পেরেছে। টেক্সাসের মেয়র মিশেল ব্লুমবার্গ ঘোষণা দিয়েছেন, ওয়াইও এবং টেক্সাসে ডেমোক্রেটিকদের প্রচারে ১৫ মিলিয়ন অর্থ অনুদান দিবেন। অপরদিকে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জর্জিয়াতেও অনেকটাও স্বস্তিতে রয়েছে ডেমোক্রেটিক শিবির। রাজ্যের জনমত জরিপে প্রায় সমান অবস্থানে রয়েছেন ট্রাম্প ও বাইডেন। ধারণা করা হচ্ছে, জর্জিয়ায় এবার বেশ প্রতিদ্বন্দ্বীতা হবে ট্রাম্প ও বাইডেনের মধ্যে। এদিকে, এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক অগ্রীম ভোট পড়েছে। প্রায় ৬৬ মিলিয়ন ভোটার ইতোমধ্যে ভোট দিয়ে ফেলেছেন। ২০১৬ সালের নির্বাচবের তুলনায় অগ্রীম ভোটের সংখ্যা এবার কয়েকগুণ বেশি। এলএবাংলাটাইমস /ওএম