আমেরিকা

সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন ব্যারেট

সুপ্রিম কোর্টের নব নিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন এমি কোনি ব্যারেট। তিনি প্রয়াত বিচারপতি রুথ গিন্সবার্গের স্থলাভিষিক্ত হলেন। সোমবার (২৭ অক্টোবর) প্রধান বিচারপতি জন রবার্টস আনুষ্ঠানিকভাবে এমি কোনি ব্যারেটকে শপথ বাক্য পাঠ করান। এ সময় এমি কোনি ব্যারেট এর প্রতি আসন্ন নির্বাচনী ইস্যু এড়িয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়। শপথবাক্য অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি স্টিফেন ব্রেয়ার বাদে সবাই উপস্থিত ছিলেন। সোমবার ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থী এমি কোনি ব্যারেটকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের ভোট হয় সিনেটে। সেখানে ৫২-৪৮ ভোটে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে নতুন বিচারপতির নিয়োগ পান তিনি। মূলত রক্ষণশীল ও ধর্মীয় ভাবধারার বিচারক ও রিপাবলিকান সমর্থক এমি কোনি ব্যারেট। ফলে নতুন বিচারপতি হিসেবে তিনি নিয়োগ পাওয়ার ফলে সুপ্রিম কোর্টে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা বেড়ে দাঁড়ালো ৬-৩। শপথ বাক্য পাঠ শেষে এমি কোনি ব্যারেট বলেন, ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে আমাকে মনোনীত করার জন্য। দেশের সেবা করার দায়িত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করসি। সেই সাথে আমার দায়িত্ব পালন কালে রাজনৈতিক মতাদর্শ ন্যায় বিচারের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে না, এই প্রতিজ্ঞা করছি। এদিকে, নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি নিয়োগের ব্যাপারে বরাবরই আপত্তি জানিয়েছে ডেমোক্রেটিক সিনেটররা। প্রেসিডেন্ট নির্বাচনে এর প্রভাব পড়বে বলে অভিযোগ জানিয়ে আসছিলো ডেমোক্রেটিক শিবির৷ এছাড়াও ওবামাকেয়ার, গর্ভপাত ও সমকামী আইনে পরিবর্তন আসতে পারে বলেও আশংকা করছেন অনেকে। এলএবাংলাটাইমস /ওএম