আমেরিকা

ট্রাম্পের ২৭০ মিলিয়ন ডলার দেনা মওকুফ করলেন পাওনাদার!

নির্বাচনের আগে একের পর এক বিব্রতকর তথ্য ফাঁসে কোনঠাসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অল্প কিছুদিন আগেই খবর এসেছিলো, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে দুই বছরে কর দিয়েছেন মাত্র ৭০০ ডলার। অপরদিকে চীনকে কর দিয়েছেন কয়েক মিলিয়ন। এবার জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৭০ মিলিয়ন ডলার দেনায় জড়িয়েছিলেন। ২০১০ সালের আগে পর্যন্ত শিকাগো স্কাইক্রেপার ডেভেলপমেন্ট কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান ও তাদের অংশীদার ট্রাম্পের কাছে এই অর্থ পেতেন । পরবর্তী এই অর্থ মওকুফ করে দেন পাওনাদাররা। ডোনাল্ড ট্রাম্পের ট্যাক্স রেকর্ড ঘেঁটে আরো জানা যায়, শিকাগোর রিয়েল এস্টেট ব্যবসা ও ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল এন্ড টাওয়ার বানাতে দেনায় জড়ান ট্রাম্প। এ সময় তিনি ৭০০ মিলিয়ন ডলার ব্যাংক ও প্রতিষ্ঠান থেকে নেন। পরবর্তীতে এর অধিকাংশ দেনায় মওকুফ পেয়ে যান ট্রাম্প। ফলে ট্রাম্প রাষ্ট্রকে কর দেওয়া থেকেও বেঁচে যান। তবে ডোনাল্ড ট্রাম্পের চীফ লিগ্যাল অফিসার এলান গার্টেন এই তথ্য অস্বীকার করে বলেন, প্রেসিডেন্ট পাওনাদারদের দেনা পরিশোধ ও ট্যাক্সের টাকা পুরোপুরি ফিরিয়ে দিয়েছেন৷ ২০০৮ সালে ডোনাল্ড ট্রাম্প বৈশ্বিক আর্থিক সংকট মোকাবেলায় অবদান রেখেছেন। ডোনাল্ড ট্রাম্পও নিজের সাফাই গেয়ে টুইটারে লিখেন, ট্রাম্প টাওয়ার নির্মাণের সময় আমি শীর্ষ কিছু মানুষের সাথে চুক্তি করে সংকট মোকাবেলা করেছি? এতে কী প্রমাণ হয়? আমি ভালো মানুষ নাকি খারাপ মানুষ? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের মাত্র কয়েকদিন আগে দেনা মওকুফের এমন তথ্য ফাঁসে ট্রাম্পের 'ব্যবসায়িক-মোঘল' তকমাটি খসে পড়েছে। এলএবাংলাটাইমস /ওএম