আমেরিকা

দেশজুড়ে জরিপে এগিয়ে বাইডেন, তবে স্বস্তি নেই শিবিরে

নির্বাচনের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। ৩ নভেম্বর সাধারণ নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দিবেন নাগরিকেরা। নির্বাচনের শেষ মুহুর্তের জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রায় প্রতিটি রাজ্যেই জনমত বিচারে ডোনাল্ড ট্রাম্পের থেকে এগিয়ে আছেন জো বাইডেন। এসএসআরএস মডেল জরিপ অনুসারে, নির্বাচনের শেষ মুহুর্তে অন্যান্য যেকোনো নির্বাচনের প্রার্থীদের থেকে জো বাইডেন জনসমর্থনে এগিয়ে রয়েছেন। কিন্তু জরিপে এগিয়ে থেকেও স্বস্তিতে নেই বাইডেন এর ডেমোক্রেটিক শিবির। ২০১৬ সালের নির্বাচনে জরিপে এবং মোট ভোটে এগিয়ে থাকার পরেও ইলেক্টোরাল কলেজ সিস্টেমে হেরে প্রেসিডেন্ট হতে পারেননি হিলারি ক্লিনটন। জো বাইডেনকে জিততে হলেও ভোটের পাশাপাশি ২৭০টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করতে হবে৷ জরিপের ফলাফলে দেখা গেছে, ৫৪ শতাংশ মানুষ জো বাইডেনকে সমর্থন দিয়েছেন। অপরদিকে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছেন ৪২%। ২০১৯ সালের পর থেকেই প্রায় সবগুলো জরিপেই ট্রাম্পের থেকে এগিয়ে রয়েছেন বাইডেন৷ জরিপে আরো দেখা গেছে, আগাম ভোটারদের মধ্যে ৬৪ শতাংশ ভোট পড়েছে বাইডেনের পক্ষে, আর ট্রাম্পের পক্ষে পড়েছে মাত্র ৩৪ শতাংশ ভোট। ভোট দেওয়ার পরিকল্পনা রয়েছে এমন ভোটারদের মধ্যে ৬৩ শতাংশ বাইডেনকে ও ৩৩ শতাংশ ট্রাম্পকে সমর্থনের কথা জানিয়েছেন৷ তবে নির্বাচনের দিন ভোট দেবেন, এমন বাসিন্দাদের মতামতে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ৫৯ শতাংশ বাসিন্দা ট্রাম্পকে এবং ৩৬ শতাংশ বাসিন্দা বাইডেনকে ৩ নভেম্বর ভোট দেওয়ার কথা জানান। এছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে কে বেশি দায়িত্বশীল আচরণ করবেন, এমন জরিপেও এগিয়ে আছেন বাইডেন। দেশকে একতাবদ্ধ রাখতে জো বাইডেনের পক্ষে সমর্থন রয়েছে ৬০ শতাংশ মানুষের, অপরদিকে ৩৪ শতাংশ সমর্থন রয়েছে ট্রাম্পের পক্ষে। এছাড়াও সততা, দেশের প্রতিরক্ষা বিষয়ে বাইডেনকে এগিয়ে রেখেছেন বাসিন্দারা৷ এলএবাংলাটাইমস /ওএম