আমেরিকা

রাস্ট বেল্টেও এগিয়ে যাচ্ছেন বাইডেন

রাত পোহালেই যুক্তরাষ্ট্রে সাধারণ নির্বাচন। ২০২০ সালের নির্বাচনে কে জয়ী হবেন, সে বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। তবে নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে জনমত জরিপে কিছুটা স্বস্তিতেই রয়েছেন উদারপন্থী নেতা জো বাইডেন। সর্বশেষ জরিপে দেখা গেছে, জয়ের জন্য গুরুত্বপূর্ণ রাস্ট বেল্টের তিনটি রাজ্যেও জরিপে কিছুটা এগিয়ে রয়েছেন জো বাইডেন। মিশিগানে জরিপে জো বাইডেনকে সমর্থন দিয়েছেন ৫২ শতাংশ মানুষ, ট্রাম্পকে সমর্থন দিয়েছেন ৪২ শতাংশ মানুষ। উইসকনসিনে বাইডেনকে সমর্থন দিয়েছেন ৫৩ শতাংশ মানুষ, অপরদিকে ট্রাম্পকে সমর্থন করেছেন ৪৩ শতাংশ। পেনসিলভেনিয়ায় জো বাইডেনকে সমর্থন ৫১ শতাংশ মানুষ, ট্রাম্পকে সমর্থন দিয়েছেন ৪৪ শতাংশ মানুষ। রাস্ট বেল্ট হচ্ছে সেসব রাজ্য যেগুলোতে নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষের বসবাস। এসব রাজ্যে শিল্পাঞ্চল এর উত্থান হলেও বর্তমানে খনির কাজই বেশি হয়। মূলত এসমস্ত রাজ্যকে বলা হয় মরচে পড়া রাজ্য। ক্রমে এসব রাজ্যের অর্থনৈতিক অবস্থার অবনতি হচ্ছে। সর্বশেষ জরিপ মতে, উইসকনসিন ও মিশিগানে জো বাইডেন ১০ পয়েন্ট এগিয়ে আছেন। অপরদিকে পেনসিলভানিয়ায় বাইডেন এগিয়ে রয়েছেন ৭ পয়েন্ট। এই প্রত্যেকটি রাজ্যেই ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প অল্প ব্যবধানে জয় পেয়েছিলেন। রাস্ট বেল্টের রাজ্যগুলো হচ্ছে- উইসকনসিন, মিশিগান, পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলিনা এবং আরিজোনা। মূলত এই রাজ্যগুলোই প্রেসিডেন্ট জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এলএবাংলাটাইমস /ওএম