৩ নভেম্বর রাজ্যগুলোর নিজস্ব টাইম জোন সকাল ৭টা থেকে শুরু হবে ভোট গ্রহণ কার্যক্রম। ইতোমধ্যে নির্বাচনের আগেই ৯৫ মিলিয়ন ভোটার আগাম ভোট দিয়ে ফেলেছেন। বাকি ভোটারদের অধিকাংশ কেন্দ্রে এসে ভোট দিবেন।
এবারের নির্বাচনে জয় লাভ করতে হলে সুইং স্টেট খ্যাত রাজ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইসব রাজ্যের ফলাফলের দিকেই তাকিয়ে থাকবে যুক্তরাষ্ট্র। চলুন জেনে নিই সুইং স্টেট খ্যাত রাজ্যগুলোতে কখন ভোট গ্রহণ শেষ হবে আর কখন শুরু হবে ভোট গণনা-
ফ্লোরিডা: নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য ফ্লোরিডায় ইতোমধ্যে রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়েছে। সেপ্টেম্বরের ২৪ তারিখ থেকে আগাম ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে, এগুলো ৩ নভেম্বর কেন্দ্রে উপস্থিত ভোটারদের ভোটের সাথে একত্রে গণনা করা হবে। রাত ৮ টা পর্যন্ত সশরীরে ভোটাররা ভোট দিতে পারবে। এরপর ভোট গণনা প্রক্রিয়া শুরু হবে। সাধারণত নির্বাচনের রাতে ফ্লোরিডায় ফলাফল প্রকাশ হয়ে থাকে।
জর্জিয়া: জর্জিয়াতে রাত ৭ টা পর্যন্ত ভোট কেন্দ্র খোলা থাকবে। সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকেই আগাম ভোট গ্রহণ শুরু হলেও সেগুলা গণনা করা হবে ৩ নভেম্বর রাতে। রাতের মধ্যে বেশিরভাগ ভোট গণণা শেষ হবে৷
টেক্সাস: টেক্সাসে আগাম ভোট ও কেন্দ্রের ভোট একত্রে গণনা করা হবে। মেইল-ইন এর বেশিরভাগ ভোট ইতোমধ্যে গণনা করা শেষ হয়েছে৷ রাত ৯ টা পর্যন্ত কেন্দ্র খোলা থাকবে ও নির্বাচনের রাতেই ভোট গণনা শেষ হয়ে যাবে।
নর্থ ক্যারোলাইনা: ২৯ তারিখ থেকেই আগাম ভোট গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে। ভোট গণনা করা হবে ৩ নভেম্বর রাতেই। ভোট কেন্দ্র খোলা থাকবে ৭.৩০ পর্যন্ত।
ওহাইও: আগাম ভোট কার্যক্রম শুরু হয় অক্টোবর ৬ তারিখ থেকে। কেন্দ্রে ভোট ও আগাম ভোট একত্রে গণনা করা হবে ৩ নভেম্বর। কেন্দ্র খোলা থাকবে ৭.৩০ পর্যন্ত।
আরিজোনা: অক্টোবর ২০ থেকে আগাম ভোট শুরু হয়েছে। ভোট কেন্দ্র খোলা থাকবে ৯.৩০ পর্যন্ত। ভোট গণনা শেষ হতে সাধারণত নির্বাচনের পরের দিন পর্যন্ত সময় লাগে আরিজোনায়।
উইসকনসিন: উইসকনসিনে ভোট গ্রহণ শুরু হচ্ছে ৩ নভেম্বর নির্বাচনের দিন থেকেই। রাত ৯.৩০ পর্যন্ত কেন্দ্র খোলা থাকবে। কেন্দ্রের ভোট ও ব্যালট ভোট গণনা শেষ করতে ৪ নভেম্বর পর্যন্ত সময় লাগবে।
মিশিগান: মিশিগানের বড় শহরগুলোতে ২ নভেম্বর থেকে নির্বাচনী প্রক্রিয়া শুরু হলেও অধিকাংশ শহরে ৩ নভেম্বর থেকেই ভোট গ্রহণ করা হবে। নির্বাচনী কেন্দ্র খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত। তবে ভোট গণনা শেষে ফলাফল পেতে দুই থেকে তিনদিন অপেক্ষা করতে হবে।
পেনসিলভেনিয়া: নভেম্বরের ৩ তারিখ থেকে ভোট গ্রহণ শুরু হবে। রাত ৮টা পর্যন্ত কেন্দ্র খোলা থাকবে।ভোট গণনা শেষ হবে ৬ নভেম্বর।
এলএবাংলাটাইমস /ওএম