আমেরিকা

হোয়াইট হাউজের নির্বাচনী পার্টিতে কমানো হয়েছে অতিথি সংখ্যা

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা দিয়ে রেখেছেন, নির্বাচনের রাতে জমকালো পার্টি করবে রিপাবলিকান শিবির। পার্টিতে রিপাবলিকান প্রচার শিবিরের উপদেষ্টারা ছাড়াও সমর্থকদের মধ্য থেকে ৪০০ জন উপস্থিত থাকার কথা জানানো হয়েছিলো। তবে আজ অতিথি সংখ্যা কমিয়ে ২৫০ জন করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র কাইলেঘ ম্যাকইনানি বলেন, রিপাবলিকান শিবির আজ রাত স্মরণীয় করে রাখবে। এরই ধারাবাহিকতার হোয়াইট হাউজে এই জমকালো পার্টি হবে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী৷ সুইং স্টেটগুলোয় বড় জয় তুলে নিবেন, গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি। সেইসাথে ৩০৬টি ইলেক্টোরাল ভোট পেয়ে জয় পাওয়ার কথাও জানান তিনি। এলএবাংলাটাইমস /ওএম