আজ ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রজুড়ে চলছে সাধারণ নির্বাচন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে জানিয়েছেন, দ্বিতীয় মেয়াদে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
আপাতত প্রচারণা শিবিরেই সময় কাটাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। প্রচারণা শিবিরের কর্মীদের উজ্জীবিত রাখার চেষ্টা করছেন।
ডোনাল্ড ট্রাম্প ক্যাম্পেইন স্টাফদের বলেন, আমি খুব ভালো বোধ করছি। শুনেছি আমরা আরজিনো ও ফ্লোরিডায় খুব ভালো করছি। টেক্সাসেও আমরা এগিয়ে আছি। আসলে দেশজুড়ে আমরাই সবখানে এগিয়ে রয়েছি।
দেশবাসীর উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আমাদের সবার একতাবদ্ধ হতে হবে এবং একসাথে জয়ী হতে হবে।
এলএবাংলাটাইমস /ওএম