আমেরিকা

হাডাহাড্ডি লড়াই নির্বাচনে: বাইডেন ১১৮, ট্রাম্প ১০৫

জমে উঠেছে হোয়াইট হাউজে যাওয়ার লড়াই। জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এরইমধ্যে কে কোন গুরুত্বপূর্ণ রাজ্যে জয় পাবেন, সে বিষয়ে শুরু হয়েছে বিশ্লেষণ। সর্বশেষ হিসাব মতে, এখন পর্যন্ত ১০৮টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১০৫ ইলেক্টোরাল কলেজ ভোট। সুইং স্টেটগুলোয় এখনো ভোট গণনা শেষ হয়নি। ফলে সর্বশেষ কে জিতবে এখনো নিশ্চিত নয়। এখন পর্যন্ত বেশিরভাগ অঙ্গরাজ্যে এগিয়ে ট্রাম্প। ইউটাহ, ইন্ডিয়ানা, কেনটাকি, নেবারাস্কা, টেনেসি, ওকলাহোমা, মিসৌরিসহ প্রায় ১২টি রাজ্যে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে নিউ হ্যাম্পশায়ার, নিউ ম্যাক্সিকো, ইলোনয়, ডেলওয়ারে, নিউইয়র্ক, নিউজার্সিতে জিতেছেন বাইডেন। এলএবাংলাটাইমস /ওএম