এবার টেক্সাস জয় করলেন ট্রাম্প। টেক্সাসের ৩৮ ইলেক্টোরাল ভোট পেয়েছেন তিনি। এছাড়াও আইওয়া ও ফ্লোরিডায় জয় পেয়ে বাইডেনের সাথে ইলেক্টোরাল কলেজের ব্যবধান কমিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
তবে নির্বাচনের ফলাফল কার দিকে যাবে, সেটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এখনো সুইং স্টেট গুলোর গণনা বাকি রয়েছে।
বাইডেন মিনেসোটায় জয় পেয়ে মোট ইলেক্টোরাল ভোট পেয়েছেন ২১৯টি। ক্যালিফোর্নিয়া, মিনেসোটা, ডেলওয়ারে, ভার্জিনিয়া ও সর্বশেষ রোডে আইল্যান্ডে জয় পেয়েছেন বাইডেন।
অপরদিকে, ডোনাল্ড ট্রাম্প জয় করেছেন টেক্সাস, ফ্লোরিডার মতো গুরুত্বপূর্ণ রাজ্য। ডোনাল্ড ট্রাম্পের মোট ইলেক্টোরাল কলেজ ভোট হলো ২০৯টি।
এলএবাংলাটাইমস /ওএম
এলএবাংলাটাইমস /ওএম