আমেরিকা

উইসকনসিনে পুনরায় ভোট গণনার দাবি করলো ট্রাম্প শিবির

উইসকনসিনে পুনরায় ভোট গণনার দাবি জানালো রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবির। তবে উইসকনসিনের আইন অনুযায়ী, কোনো প্রচার শিবির বা রাজনৈতিক দলের দাবিতে পুনরায় ভোট গ্রহণ করা হবে না। তবে উইসকনসিন ইলেকশন কমিশন চাইলে পুনরায় ভোট গ্রহণ করতে পারবে। ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার বিল স্টেপিয়েন বলেন, উইসনকিনের বেশ কিছু অঞ্চলের পোলিং ম্যাশিন সমস্যা হওয়ায় ভোটের বিষয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। তাই পুনরায় ভোট গ্রহণ করা হোক। এদিকে বিল স্টেপিয়েনের এই দাবিকে উড়িয়ে দিয়ে জো বাইডেনের সিনিয়র উপদেষ্টা বব বাউয়ের বলেন, এটি পরাজয় স্বীকার না করে হামাগুড়ি দিয়ে পালানোর প্রচেষ্টা মাত্র৷ উইসকনসিনে বাইডেন জয়ী হবে। এছাড়াও বাকি নয়টি রাজ্যেও জো বাইডেন জিতবে বলে দাবি করেন তিনি। এলএবাংলাটাইমস /ওএম