আমেরিকা

ফল সুরক্ষায় আইনী পদক্ষেপ, তোলা হচ্ছে অর্থ

নির্বাচনের ফলাফল সুরক্ষায় আইনী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জো বাইডেন শিবির। আর এর জন্য 'ইলেকশন প্রোটেকশক এফোর্ট' নামের ক্যাম্পেইন এর মাধ্যমে অর্থ সংগ্রহ কাছে বাইডেন। এক টুইট বার্তায় বাইডেন বলেন, নাগরিকদের ভোট যেনো বিফলে না যায়, সেজন্য আমরা নির্বাচনের ফল সুরক্ষায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া করছি। কারণ ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফলাফল নির্ণয় করবে না, সেটি করবে জনগণ। এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, নির্বাচনে ভোট চুরি হয়েছে। ভোট গণনা স্থগিত করার দাবি জানান তিনি। বলেন, প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়া হবে৷ জো বাইডেনের রানিংমেট কামালা হ্যারিস এক টুইট বার্তায় বলেন, ডোনাল্ড ট্রাম্প ভোট গণনা স্থগিত করতে আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন। কিন্তু আমাদের প্রচার শিবির লড়াই এর জন্য প্রস্তুত। এলএবাংলাটাইমস /ওএম