ব্যাটেলগ্রাউন্ড স্টেটগুলোতে প্রথমে পিছিয়ে ছিলেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। এরমধ্যে রয়েছে মিশিগান এবং উইসকনসিন রাজ্যেও। তবে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পকে এ দুটি রাজ্যে হারিয়েছেন তিনি। ফলে ২৬৪ ইলেক্টোরাল কলেজ ভোট নিয়ে জয়ের দ্বারপ্রান্তে বাইডেন। অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের ইলেক্টোরাল কলেজ ভোট ২১৪টি।
মিশিগান ও উইসকনসিন তথাকথিত রিপাবলিকান সমর্থিত রাজ্য নয়। এটি সাধারণত ‘ব্লু স্টেট’ বা ডেমোক্র্যাট ঘেঁষা রাজ্য ভাবা হতো। কিন্তু ২০১৬ সালে হিলারিকে এই দুই রাজ্যে ট্রাম্পের রিপাবলিকান পার্টি হারিয়ে দেয়।
এবার মিশিগানে জো বাইডেন ভোট পেয়েছেন ৫০.৫ শতাংশ, আর ট্রাম্প ৪৮ শতাংশ। এর রাজ্যে ইলেক্টোরাল কলেজ ভোট ১৬টি। উইসকনসিনে ট্রাম্পের ভোট ৪৮.৯ শতাংশ। বিপরীতে বাইডেন পেয়েছেন ৪৯.৬ শতাংশ ভোট। ১০টি ইলেক্টোরাল কলেজ ভোট আছে এ রাজ্যে।
এদিকে নেভাদাতে প্রায় ৮ হাজার ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন। এ রাজ্য জয় পেলে তিনি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন। তবে জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়ায় অল্প ব্যবধানে এগিয়ে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এলএবাংলাটাইমস/এনএইচ/