মিনেসোটায় হাউজ অব রিপ্রেজেনটেটিভ হিসেবে রিপাবলিকান প্রার্থী ল্যাসি জনসনকে হারিয়ে পুনরায় জয় পেলেন ইলহান ওমর।
মিনেসোটার ফিফথ কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট এ জয় পেলেন তিনি। আনোকা, হেনেপিন ও রামসে কাউন্টি এই ডিস্ট্রিক্ট এর অন্তর্ভুক্ত।
মোট ৬৪ শতাংশ ভোট পেয়ে জয় পান ইলহান ওমর। অপরদিকে, ২৫ শতাংশ ভোট পান তাঁর প্রতিদ্বন্দী ল্যাসি জনসন।
১৯৬৩ সাল থেকেই ডেমোক্রেটিকরা এই পদে জয় পেয়ে আসছে। এর আগে ২০১৮ সালে রিপাবলিকান প্রার্থী জেনিফার জিলনিস্কিকে ৭৮-২২ ব্যবধানে পরাজিত করেন।
এলএবাংলাটাইমস /ওএম