আমেরিকা

রাস্তায় নেমেছে ট্রাম্প ও বাইডেন সমর্থকরা

২৭০ ইলেক্টোরাল কলেজ ভোট এখনো ট্রাম্প বা বাইডেন কেউই পাননি। তাদের অপেক্ষা করতে হচ্ছে জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া, নেভাডা ও আলাস্কার ভোট গণনার ওপর। যদিও প্রেসিডেন্ট হবার দৌড়ে বাইডেন এগিয়ে। তার মাত্র ৬ ইলেক্টোরাল ভোট প্রয়োজন হোয়াইট হাউজে যেতে। পরিস্থিতি পক্ষে নয় বুঝতে পেরে ভোট গণনা স্থগিত চাইছেন ট্রাম্প। তার দল সুপ্রিমকোর্টেরও দারস্থ হয়েছে। কিন্তু বাইডেন শিবির বলছে সব ভোট গণনা করতে হবে। এসব নিয়ে উত্তেজনা ছড়াচ্ছে সমর্থকদের মধ্যেও। পোর্টল্যান্ডে ট্রাম্পবিরোধী একটি প্রতিবাদে সহিংসতা দেখা দিয়েছে। অনেকে শহরের দোকানপাট ভাঙচুর করেছেন। এজন্য দ্য ন্যাশনাল গার্ড সেনাদের মোতায়েন করা হয়েছে। প্রায় দুই শ আন্দোলনকারী মিনিয়াপোলিস শহরের প্রধান সড়ক বন্ধ করে দেয়। এখানে ঘটেছে গ্রেফতারের ঘটনা। প্রেসিডেন্ট ট্রাম্প ভোট গণনা বন্ধ করতে বলায় প্রতিবাদ হয়েছে, ফিলাডেলফিয়া, নিউ ইয়র্ক, শিকাগোতে। এদিকে মিশিগান রাজ্যের ডেট্রয়টে ট্রাম্প সমর্থকরা ভোগ গণনা বন্ধ চেয়ে রাস্তায় নেমেছে। স্থানীয় ভোট গণনা কেন্দ্রের বাইরে জড়ো তারা প্রতিবাদ জানায় চিৎকার করতে থাকে ‘বন্ধ করো গণনা’। অ্যারিজোনা রাজ্যের ফোনিক্সে ভোট গণনা বন্ধ চেয়ে প্রতিবাদে হয়েছে। এলএবাংলাটাইমস/এনএইচ/