নির্বাচনের পর দুইদিন পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি ৫টি রাজ্যের ভোট গণনা। মূলত ব্যাটেলগ্রাউন্ড খ্যাত ৫টি রাজ্যের ফলাফল নির্ধারণ করবে কে হতে যাচ্ছেন ২০২০ সালের প্রেসিডেন্ট।
রাজ্যগুলো হচ্ছে- পেনসিলভেনিয়া, জর্জিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা এবং আরিজোনা। সর্বশেষ খবর অনুযায়ী, তিনটি রাজ্যে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, অপরদিকে দুইটি রাজ্যে এগিয়ে আছেন জো বাইডেন।
পেনসিলভেনিয়া: পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্প ০.৩ শতাংশ ভোটে এগিয়ে আছেন। এখন পর্যন্ত রাজ্যটির ৯৫ শতাংশ ভোট গণনা করা হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন ২২ হাজার ভোটে।
জর্জিয়া: জর্জিয়ায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই প্রার্থীর মধ্যে। এখন পর্যন্ত ১৮০৫ ভোটে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মোট ভোট গণনা হয়েছে ৯৯ শতাংশ।
নেভাদা: নেভাদা জয় করতে পারলেই জিতে যাবেন জো বাইডেন। এখন পর্যন্ত নেভাদায় এগিয়ে থেকে জয়ের আশা দেখছেন ডেমোক্রেটিকরা। ৮৯ শতাংশ ভোট এখন পর্যন্ত গণনা করা হয়েছে। জো বাইডেন এগিয়ে রয়েছেন সাড়ে ১১ হাজার ভোটের ব্যবধানে।
আরিজোনা: আরিজোনাতে ভালো অবস্থানে আছেন জো বাইডেন। এখন পর্যন্ত ৯০ শতাংশ ভোট গণনা সম্পন্ন করা হয়েছে৷ জো বাইডেন তাঁর প্রতিদ্বন্দী ডোনাল্ড ট্রাম্পের থেকে ৪৬ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।
নর্থ ক্যারোলাইনা: নর্থ ক্যারোলাইনাকে বেশ শক্ত অবস্থানে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত ৯৫ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এরই মধ্যে প্রায় ৭৫ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
এলএবাংলাটাইমস /ওএম