আমেরিকা

পেনসিলভেনিয়াতে আশা জিইয়ে রেখেছেন বাইডেন

নির্বাচনের গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য পেনসিলভেনিয়াতে এখন পর্যন্ত এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে ডেমোক্রেটিক জো বাইডেনের আশাও একদম ফিঁকে হয়ে যায়নি। সর্বশেষ খবরে জানা যায়, গত এক-দেড় ঘণ্টায় নতুন কোনো ব্যালট আসেনি। এখনো ১ লাখ ৬৩ হাজার এবসেন্টি ব্যালট গণনা বাকি আছে। আর মেইল-ইন ব্যালটে ট্রাম্পের থেকে পেনসিলভেনিয়া রাজ্যে সুবিধাজনক অবস্থানে রয়েছেন বাইডেন। এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ১৮ হাজারের কিছু বেশি ব্যবধানে এগিয়ে থাকলেও জো বাইডেনের পক্ষে এই ব্যবধান কমানোর জন্য যথেষ্ট ব্যালট রয়েছে। পেনসিলভেনিয়ার বৃহৎ কাউন্টি ফিলডেলফিয়াতে ৩ লাখ ৫৫ হাজার মেইল-ইন ব্যালট গণনা হয়েছে। আরো গণনার বাকি আছে ৬০ হাজার ব্যালট। আর
এলিঘেনি কাউন্টিতে ৩৬ হাজার ব্যালট গণনা বাকি আছে। এলএবাংলাটাইমস /ওএম