প্রতিদ্বন্দ্বীতামূলক রাজ্যগুলোর চারটিতে এগিয়ে গেছেন জো বাইডেন। ফলে খাতা-কলমে জয়ের হিসাব বাইডেনের পক্ষেই৷ মাত্র ৬টি ইলেক্টোরাল কলেজ ভোট পেলে তিনিই হবেন ৫৬তম প্রেসিডেন্ট।
জয়ের ব্যাপারে আশাবাদী জো বাইডেন নিজেও। শুক্রবার (৬ নভেম্বর) রাতে ডেলওয়ারে বক্তৃতায় বাইডেন বলেন, আমরা এখনো চূড়ান্ত ঘোষণা পাইনি, তবে সংখ্যার দিক থেকে আমরাই এগিয়ে আছি।
তিনি বলেন, এই দৌড়ে এগিয়ে আছি আমরাই। গত ২৪ ঘণ্টায় জর্জিয়া, পেনসিলভেনিয়াতে পিছিয়ে থেকেও আমরা এখন এগিয়ে। এছাড়াও আরিজোনা ও নেভাদাতেও আমরাই জয় পাচ্ছি। আমরা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জয় পাবো, পুরো জাতি আমাদের সাথে রয়েছে।
এলএবাংলাটাইমস /ওএম