আমেরিকা

ট্রাম্পের এক-তৃতীয়াংশ টুইটকেই সতর্ক করলো টুইটার

নির্বাচনের পর থেকে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করা এক-তৃতীয়াংশ টুইটেই সতর্কতা লেবেল সাঁটিয়ে দিয়েছে টুইটার। ডোনাল্ড ট্রাম্পের ৪৩টি টুইটের মধ্যে ১৬টি অর্থাৎ ৩৭ শতাংশ টুইটকেই সতর্কতা লেবেল জুড়তে বাধ্য হয় কর্তৃপক্ষ। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে অনিয়ম ও ভোট চুরির ভুয়া টুইটের মাধ্যমে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা দেখিয়ে এসব টুইটে সতর্কতা লেবেল যোগ করে টুইটার কর্তৃপক্ষ। এছাড়াও ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের অনেকের টুইটেই সতর্কতা লেবেল জুড়ে দেওয়া হয়েছে। এলএবাংলাটাইমস /ওএম