আমেরিকা

শ্বাসরুদ্ধকর নির্বাচনে জয়ী হলেন বাইডেন

পেনসিলভেনিয়ায় জয় পেয়েছেন জো বাইডেন। ফলে নির্বাচনে জয়ের জন্য ২৭০ টি ইলেক্টোরাল কলেজ ভোট হয়ে গেছে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হচ্ছেন জো বাইডেন, এটি নিশ্চিত হলো। পেনসিলভেনিয়ায় জয়ের ফলে ২০টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন জো বাইডেন। ফলে জো বাইডেনের ইলেক্টোরাল কলেজ ভোট সংখ্যা হলো ২৮৪টি। যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রবীণতম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। এছাড়াও যুক্তরাষ্ট্রে নির্বাচনী ইতিহাসে সর্বাধিক ভোট পেয়ে জয় পেলেন জো বাইডেন। দক্ষ ও প্রবীণ রাজনীতিবিদ জো বাইডেন এর আগে ৮ বছর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। এবারের নির্বাচনে জো বাইডেন মার্কিনীদের মূলত বৈষম্যহীন যুক্তরাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের 'প্রাণ' হুমকির মুখে। তিনি সেটি ফিরিয়ে আনতে চান। আর এই কারণেই ট্রাম্পকে নয়, জো বাইডেনকেই বেছে নিলো যুক্তরাষ্ট্র। জো বাইডেনের ভাইস প্রেসিডেন্ট হতে যাচ্ছেন কামালা হ্যারিস। তিনিই প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হতে যাচ্ছেন দেশটির ইতিহাসে। এছাড়া দেশটির ইতিহাসে প্রথম ও একমাত্র কৃষ্ণাঙ্গ-এশিয়ান ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন তিনি। এদিকে, জো বাইডেন জয় নিশ্চিত হওয়ার পর থেকেই বিশ্বের নেতারা শুভেচ্ছা জানাচ্ছেন জো বাইডেন ও কামালা হ্যারিসকে। এলএবাংলাটাইমস /ওএম