আমেরিকা

বাইডেনের কাজ শুরু, ট্রাম্পের র‍্যালি

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে করোনা নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন জো বাইডেন। প্রেসিডেন্ট-ইলেক্ট হওয়ার পরই প্রতিজ্ঞা বাস্তবায়নে কাজে নেমে পড়েছেন জো বাইডেন। সোমবার (০৯ নভেম্বর) প্রেসিডেন্ট-ইলেক্ট বাইডেন করোনা প্রতিরোধে গঠিত টাস্ক ফোর্স কমিটি ঘোষণা করবেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের৷ গঠিত টাস্ক ফোর্স কমিটি ও এর পরিকল্পনা থেকে পুরো আলাদা একটি পরিকল্পনা করছেন তিনি। ইতোমধ্যে করোনাভাইরাস নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নেওয়া হবে, এই বিষয়ে সাবেক সার্জন ভিভেক মূর্তি, ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন কমিশনার ডেভিড কেসলার ও ইয়েল ইউনিভার্সিটির প্রফেসর মারসেলি স্মিথের সমন্বয়ে গঠিত উপদেষ্টা কমিটির সাথে দ্রুত বৈঠক করবেন জো বাইডেন। সোমবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট-ইলেক্ট বাইডেন বলেন, বাইডেন প্রশাসনের অন্যতম কঠিক কাজ হবে করোনার বিরুদ্ধে যুদ্ধ করা৷ কিন্তু এটি নিয়ন্ত্রণে বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা আমার পাশে থাকবেন। অপরদিকে, এখনো হার স্বীকার করতে রাজি নন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে ভোট কারচুপি এবং জালিয়াতির অভিযোগ এনেছেন তিনি। এবার নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে এবং জনসমর্থন আদায়ে র‍্যালি করবেন ডোনাল্ড ট্রাম্প, এমনটাই জানায় ট্রাম্পের প্রচারণা শিবিরের মুখপাত্র টিম মুর্টঘ। এলএবাংলাটাইমস /ওএম