আমেরিকা

ঘোষিত হলো বাইডেনের টাস্ক ফোর্স কমিটি

প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন জয় নিশ্চিত করেই করোনা প্রতিরোধে কাজ শুরু করেছেন। করোনা নিয়ন্ত্রণে নতুন টাস্ক ফোর্সের সদস্যদের নাম ঘোষণা করেছে জো বাইডেনের ট্রানজিশন টিম। সোমবার (৯ নভেম্বর) তিন চেয়ার বিশিষ্ট তেরো সদস্যের টাস্ক ফোর্স কমিটি গঠন করা হয়েছে৷ আজই প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট-ইলেক্ট কামালা হ্যারিস সদ্যগঠিত টাস্ক ফোর্সের কাছ থেকে করোনা প্রতিরোধে পরবর্তী করণীয় জেনে নিবেন। এদিকে, জো বাইডেনের টাস্ক ফোর্স কমিটিতে স্থান পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাবেক হেলথ এডভাইজর রিক ব্রাইট। রিক ব্রাইট করোনাভাইরাস সংক্রমণের শুরুতেই ট্রাম্পকে করোনা মহামারির ভয়াবহতা সম্পর্কে অবহিত করেন। পরবর্তীতে ট্রাম্প প্রশাসনের সমালোচনায় করায় পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। কিন্তু জো বাইডেন রিক ব্রাইটকে সদ্যগঠিত টাস্ক ফোর্স কমিটিতে রেখেছেন। বাইডেনের নতুন টাস্ক ফোর্সের প্রধান তিন উপদেষ্টা হলেন সাবেক সার্জন ভিভেক মূর্তি, ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন কমিশনার ডেভিড কেসলার ও ইয়েল ইউনিভার্সিটির প্রফেসর মারসেলি স্মিথ। এছাড়াও গ্লোবাল হেলথ অন ফরেইন রিলেশনের সিনিয়র ফেলো ড. জেকে এমানুয়েল ও বারাক ওবামার কেয়ারএক্টের সমন্বয়কারী ড. লুসিয়ানা বোরিও৷
এলএবাংলাটাইমস /ওএম