যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (০৯ নভেম্বর) টুইটারে এই কথা জানান ট্রাম্প।
মার্ক এসপারের পরিবর্তে ক্রিস্টোফার মিলারকে এই পদে নিযুক্ত করা হয়েছে৷ এর আগে মিলার ন্যাশনাল কাউন্টার টেরোরিজমের ডিরেক্টর ছিলেন।
ডোনাল্ড ট্রাম্পের সাথে মার্ক এসপারের দ্বন্দ এবং মতোবিরোধের জেরে নির্বাচনের দুইদিন পর থেকেই মার্ক এসপারের পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিলো। ডোনাল্ড ট্রাম্প একপ্রকার বাধ্য করেছেন এসপারকে পদত্যাগ করতে।
তবে এবার ডোনাল্ড ট্রাম্পই মার্ক এসপারকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করলেন।
চলতি বছরেই মূলত এসপার ও ট্রাম্পের দ্বন্দ শুরু হয়। যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভে মিলিটারি ফোর্সের কী ভূমিকা হবে, এই বিষয়ে মতবিরোধ হয় দুইজনের মধ্যে৷ এছাড়াও ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষা উপদেষ্টা
রবার্ট ও'ব্রায়েন প্রতিরক্ষামন্ত্রী রাষ্ট্রের মিলিটারি পরিকল্পনার সাথে একমত হোননি। এলএবাংলাটাইমস /ওএম
রবার্ট ও'ব্রায়েন প্রতিরক্ষামন্ত্রী রাষ্ট্রের মিলিটারি পরিকল্পনার সাথে একমত হোননি। এলএবাংলাটাইমস /ওএম