২০২০ সালের নির্বাচনে জয়ী হওয়ায় বিশ্বের অনেক দেশের নেতারাই প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট-ইলেক্ট কামালা হ্যারিসকে শুভেচ্ছা জানিয়েছেন।
তবে বিশ্বের অন্যতম ক্ষমতাধর নেতা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জো বাইডেনকে এখনো শুভেচ্ছাবার্তা পাঠাননি।
এই বিষয়ে মস্কো জানিয়েছে, নির্বাচনকে ঘিরে আইনী জটিলতা নিষ্পত্তি না হলে ও ইলেকশন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা না এলে জো বাইডেনকে শুভেচ্ছা জানাবেন না ভ্লাদিমির পুতিন।
এর আগে ২০১৬ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পরপরই শুভেচ্ছা জানান পুতিন।
তবে এই বছর বিষয়টি অন্যরকম উল্লেখ করে মস্কোর মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানান, নির্বাচনকে ঘিরে আইনী জটিলতা এখনো নিষ্পত্তি হয়নি। তাছাড়া আনুষ্ঠানিক ঘোষণাও আসেনি। তাই আমরা আরো সময় অপেক্ষা করবো'।
রাশিয়া ছাড়া চীন, ব্রাজিল এবং তুরস্ক নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে শুভেচ্ছা জানানো থেকে বিরত রয়েছে।
এলএবাংলাটাইমস /ওএম
এলএবাংলাটাইমস /ওএম