আমেরিকা

নির্বাচনের 'অনিয়ম' খতিয়ে দেখার নির্দেশ দিলেন এটর্নি জেনারেল

২০২০ সালের সাধারণ নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের দাবি মতে সত্যিই কোনো অনিয়ম হয়েছে কী না, তা তদন্ত করতে ফেডেরাল প্রসিকিউটরদের নির্দেশ দিয়েছেন ইউএস এটর্নি জেনারেল উইলিয়াম বার। এদিকে উইলিয়াম বারের এই ঘোষণার পরেই পদ থেকে অব্যাহতি নিয়েছেন শীর্ষ ইলেকশন ক্রাইম প্রসিকিউটর রিচার্ড পিলগার। এর আগে রিচার্ড পিলগার দাবি করেন এবারের নির্বাচনে কোনো অনিয়ম হয়নি। রিচার্ড পিলগার পদত্যাগ করার আগে জানান, ৪০ বছর স্বচ্ছ ও অক্ষুণ্ণ একটি নিয়মকে প্রশ্নবিদ্ধ করতে চাইছেন উইলিয়াম বার। এটর্নি জেনারেল উইলিয়াম বার ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের দুইদিন পর ফেডেরাল প্রসিকিউটরদের কাছে নির্বাচনের অনিয়ম তদন্ত করে দেখার ব্যাপারে চিঠি পাঠিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই দাবি করে আসছিলো যে নির্বাচনে ভোট কারচুপি হয়েছে৷ এছাড়া সুইং স্টেট গুলোয় এই মর্মে আপিল করলে সেগুলোও খারিজ করে দেওয়া হয়। তবে উইলিয়াম বার দাবি করেন, কল্পতি কোনো অভিযোগ আমলে নেওয়া হবে না৷ এদিকে, উইলিয়াম বারের এই নির্দেশে উদ্বীগ্নতা প্রকাশ করেছেন ডেমোক্রেটিক শিবির। উইলিয়াম বারের এই ধরণের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের মিথ্যা অভিযোগকে আরো উস্কে দিবে জানান তারা৷ প্রেসিডেন্ট-ইলেক্ট বাইডেনের সিনিয়র উপদেষ্টা বব বাওয়ের বলেন, ডোনাল্ড ট্রাম্প ও আইনজীবীরা এমন মিথ্যা অভিযোগ বরাবরই করে আসছে। এগুলোর কোনটিই আদালতে ধোপে টিকেনি। এবারও টিকবে না। এলএবাংলাটাইমস /ওএম