আমেরিকা

মুসলিম ও আফ্রিকান দেশগুলোর নিষেধাজ্ঞা তুলে দিবেন বাইডেন

প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন ১৫ জানুয়ারি শপথ গ্রহণের পরই প্রথম কার্যনির্বাহী আদেশে তেরোটি মুসলিম ও আফ্রিকান দেশের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দিতে পারেন। এর আগে ক্ষমতায় যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে ৭টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের উপর যুক্তরাষ্ট্রে ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ করেন। আইন বিশেষজ্ঞরা বলছেন, এই নিষেধাজ্ঞা সহজেই প্রত্যাহার করা যাবে। প্রেসিডেন্টের ক্ষমতাবলে এই আইন কার্যকর করা হয়েছিলো। তবে রিপাবলিকান পার্টির আপত্তির মুখে নিষেধাজ্ঞা প্রত্যাহারে কিছুটা দেরি হতে পারে। এছাড়াও যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে 'বিদ্বেষমূলক অপরাধ' কমাতে আইন পাশ করানোর প্রতিজ্ঞা করেছিলেন জো বাইডেন৷ ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত 'মুসলিম ব্যান' আইনের মাধ্যমে ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন ছাড়াও আরো বেশ কয়েকটি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরে সুদান, নর্থ কোরিয়া, মালয়েশিয়া, নাইজেরিতাও নিষেধাজ্ঞা জারি করা হয়। নির্বাচনের আগে ডেমোক্রেটিক প্রার্থী বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত আগ্রাসনের স্বীকার মূলত মুসলিম অধ্যুষিত দেশগুলোই। এছাড়াও যুক্তরাষ্ট্রের কালো ও বাদামী বাসিন্দাদের উপরও ট্রাম্প আগ্রাসন দেখিয়েছেন। এএলএবাংলাটাইমস /ওএম