আমেরিকা

হাউজ অব সিনেটে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরাই

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে উতরে যেতে না পারলেও সিনেটের সংখ্যাগরিষ্ঠতা টিকিয়ে রেখেছে দলটি। সিনেটর ডেন সুলিভ্যান আলাস্কায় পুনরায় জয়ী হওয়ায় সিনেটে সংখ্যাগরিষ্ঠ অবস্থান বজায় রাখতে পেরেছে রিপাবলিকান পার্টি। ডেন সুলিভ্যানের প্রতিপক্ষ ছিলেন ডেমোক্রেটিক প্রার্থী এল গ্রোস। আলাস্কায় রিপাবলিকান প্রার্থী জয়ী হওয়ায় হাউজ অব সিনেটে ৫০ আসন নিশ্চিত হয় রক্ষণশীলদের। আর ডেমোক্রেটিকরা সিনেটে আসন পেয়েছে ৪৮টি। তবে হাউজ অব রিপ্রেজেনটেটিভে এগিয়ে রয়েছে ডেমোক্রেটিকরা। ২১৮টি আসন নিশ্চিত করেছে দলটি। অপরদিকে রিপাবলিকানদের ঝুলিতে গেছে ২০২টি আসন। তবে শেষ পর্যন্ত হাউজ অব সিনেটে সংখ্যাগরিষ্ঠতা থাকবে কী না, সেটি মূলত নির্ভর করছে জর্জিয়ায় জানুয়ারির রানঅফ নির্বাচনের উপর। যদি সেখানে রিপাবলিকান একজন প্রার্থীও জয়ী হয়, তবে আরো চার বছর সিনেটে আধিপত্য করবে রিপাবলিকানরা। অপরদিকে ডেমোক্রেটিকদের দুই প্রার্থী জয়ী হলে সিনেটে ডেমোক্রেটিক ও রিপাবলিকানদের আসন সমান থাকবে। সেক্ষেত্রে বিশেষ ক্ষমতাবলে ভাইস প্রেসিডেন্ট-ইলেক্ট কামালা হ্যারিস যেকোনো দলের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারবেন। এলএবাংলাটাইমস /ওএম