আমেরিকা

কারা হবেন বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তা?

২০২০ সালের নির্বাচনে প্রেসিডেন্ট-ইলেক্ট হয়েছেন জো বাইডেন। রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন জয় তুলে নেন। এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প পরাজয় মেনে না নিলেও ক্ষমতাসীন হওয়ার তোড়জোড় শুরু করেছেন জো বাইডেন। আগামী দিনগুলোতে বাইডেন প্রশাসনে নিয়োগ পাওয়া শীর্ষ কর্মকর্তাদের নাম ঘোষণা করবে বাইডেনের ট্রানজিশন টিম। ইতোমধ্যে হোয়াইট হাউজের নতুন চিফ অফ স্টাফ হিসেবে জো বাইডেনের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহচর রন ক্লেইনকে নিযুক্ত করা হয়েছে। কেবিনেটে মূলত ভাইস প্রেসিডেন্ট ও ১৫টি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখার প্রধান কর্মকর্তারা থাকেন। এই শাখাগুলোর মধ্যে রয়েছে- কৃষি, প্রতিরক্ষা, ব্যবসা, শিক্ষা, জ্বালানি শক্তি, স্বাস্থ্য, হিউমেন রাইটস, বিচারবিভাগ, আরবান উন্নয়ন ও ট্রেজারির মতো বিষয়গুলো। এসব গুরুত্বপূর্ণ পদে কারা নিয়োগ পেতে পারেন, চলুন দেখে নিই- সেডরিক রিচমন্ড: হোয়াইট হাউজের শুরুত্বপূর্ণ কোনো পদে দেখা যেতে পারে রিচমন্ডকে। লুইজিয়ানার এই  সিনেটর ডেমোক্র্যাটদের হয়ে কংগ্রেসেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ সদস্য হবেন তিনি। সুসান রাইস: প্রভাবশালী এই নারী সিনেটর বারাক ওবামার আমলে বেশ গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত ছিলেন। ইউএন এম্বেসেডরের দায়িত্বের পাশাপাশি ন্যাশনাল সিকিউরিটি এডভাইজর হিসেবেও কাজ করেছেন তিনি। সেক্রেটারি অব স্টেট  এর কোনো পদে তিনি নিয়োগ পেতে পারেন। এন্টনি ব্লিনকেন: এন্টনি ব্লিনকেন বারাক ওবামার আমলে সহকারি সেক্রেটারি অব স্টেটের দায়িত্ব পালন করেছেন। এছাড়া হিলারি ক্লিনটনের উপদেষ্টা পদেও কাজ করেন তিনি। খুব সম্ভবত তাঁকে এবার ন্যাশনাল সিকিউরিটি এডভাইজর হিসেবে নিয়োগ দেওয়া হবে৷ সিনেটর স্ক্রিস কুনস: হাউজ অব সিনেটের অত্যন্ত প্রভাবশালী এই সদস্য ডেলওয়ারে বারবার নির্বাচিত হচ্ছেন। তাঁকে ফরেন পলিসি অথবা বিচার বিভাগের কোনো দায়িত্ব দেওয়া হতে পারে। কুনস সাধারণত প্রভাবশালী রিপাবলিকানদের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে সিদ্ধহস্ত। লায়েল ব্রেইনার্ড: লায়েল ব্রেইনার্ড এখন ফেডেরাল রিজার্ভ সিস্টেমের বোর্ড অব গভর্নর হিসেবে নিযুক্ত আছেন৷ ট্রেজারি সেক্রেটারি হিসেনে বাইডেন প্রশাসনে তিনি নিয়োগ পেতে পারেন। সারাহ ব্লুম রাসকিন: ওবামা প্রশাসনে সহকারী ট্রেজারি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন সারাহ ব্লুম। স্ক্রিন কুনস যদি ট্রেজারি সেক্রেটারি না হোন, তনে সারাহ ব্লুমের সম্ভাবনাই প্রবল। মাইকেল ফ্লোরনয়: প্রথম নারী হিসেবে সেক্রেটারি অব ডিফেন্স হওয়ার সম্ভাবনা রয়েছে ফ্লোরনয় এর। এর আগে ওবামার আমলে প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন তিনি। আলেজেন্দ্রো মেয়রকাস: আলেজেন্দ্রো মেয়রকাস বারাক ওবামার আমলে হোমল্যান্ড সিকিউরিটির ডেপুটি সেক্রেটারি হিসেবে নিযুক্ত ছিলেন। এবার হোমল্যান্ড সিকিউরিটির প্রধান হওয়ার সুযোগ রয়েছে তার সামনে। সিনেটর ডোউগ জনস: সিনেটর ডোউগ জনস এর এটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হতে পারেন। আলাবামার এই সিনেটর এবার পাশ করতে ব্যর্থ হলেও শুরুত্বপূর্ণ পদ পেতে পারেন। এছাড়াও সেক্রেটারি অব লেবার, সেক্রেটারি অব ইন্টেরিয়র, সেক্রেটারি অব এডুকেশন পদে নিযুক্ত হতে পারেন এন্ডি লেভিন, বার্নি সেন্ডার্স, সারা নেলসন, রেন্ডি উইনগার্টেনসহ অন্যরা। এএলএবাংলাটাইমস /ওএম