২০২০ নির্বাচনে প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবার তিন পরাশক্তি দেশ জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার সর্বোচ্চ নেতাদের সাথে মত বিনিময় করেন জো বাইডেন। তিনটি পরাশক্তি দেশই ভবিষ্যতে জো বাইডেনের সাথে নিবিড়ভাবে কাজ করার আশ্বাস দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ফোন কলের মাধ্যমে জাপানের প্রধানমন্ত্রী ইওশিহাইড শুগা, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়-ইন ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জো বাইডেন।
তিন পরাশক্তি দেশের সাথে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রের কিছুটা দূরত্ব তৈরি হয়। জো বাইডেনের জন্য এই তিন দেশের সখ্যতা ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। এর কারণ হচ্ছে চীনের ক্রমবর্ধমান অর্থনীতি ও সমরাস্ত্রের সাথে পাল্লা দিতে এই তিন দেশের সহযোগিতা গুরুত্বপূর্ণ।
জাপানের প্রধানমন্ত্রী ইওশিহাউড শুগা বলেন, জো বাইডেনকে অভিনন্দন। আমরা একটি বন্ধুত্বপূর্ণ ইউএস-জাপান সম্পর্কের আশাবাদ বিষয়ে কথা বলেছি। ইন্দো-প্যাসিফিক মুক্ত ও সচল রাখতে এটি গুরুত্বপূর্ণ ।
এর আগে জো বাইডেন ফ্রান্স, কানাডা, ইংল্যান্ডের প্রতিনিধির সাথে কথা বলেছেন। তবে ডোনাল্ড ট্রাম্প পরাজয় স্বীকার না করায় এখন পর্যন্ত চীন এবং রাশিয়া বাইডেনকে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানানো থেকে বিরত রয়েছে।
এলএবাংলাটাইমস /ওএম