২০২০ সালের নির্বাচনে প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেনের জয় এখনো মেনে নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং ভোট কারচুপির অভিযোগ এনে বিভিন্ন অঙ্গরাজ্য ও কাউন্টির আদালতে আইনী পদক্ষেপ নিয়ে রেখেছেন।
তবে এখন পর্যন্ত আইনী লড়াইতে সুবিধা করতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির যেসব অভিযোগ তিনি ঢালাওভাবে এনেছেন, সেগুলোর কোনটিই ধোপে টিকছে না। নির্দিষ্ট প্রমাণ ও দূর্বল উপাত্তের কারণে ইতোমধ্যে বাতিল হয়ে গেছে অধিকাংশ মামলা।
শুক্রবার বেশ কয়েকটি মামলার রায় ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে গেছে। ব্যাটলগ্রাউণ্ড খ্যাত রাজ্য পেনসিলভেনিয়ার ফেলাডেলফিয়া ও মন্টজোমেরি কাউন্টিতে ৯০০০ অবৈধ এবসেন্টি ব্যালট গণনা হয়েছে বলে ছয়টি মামলা করা হয়েছিলো। এর প্রত্যেকটি মামলাই বাতিল হয়ে গেছে৷
আরিজোনায় ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী শিবির জো বাইডেন জয়ী হওয়ার কারণে পুনরায় ভোট গণনার জন্য মামলা করেছিলো। এই সম্ভাবনাকেও নাকচ করে দিয়েছে আদালত।
এছাড়া পেনসিলভেনিয়ায় রিপানলিকান সিনেটরের করা আরেকটি মামলাও বাতিল হয়ে গেছে। নির্দিষ্ট সময়ের পর ভোট গ্রহণ করা বিষয়ে মামলাটি করা হয়েছিলো। পাশাপাশি মিশিগানেও এমন একটি মামলা খারিজ হয়ে গেছে।
এদিকে, নির্বাচনের ফলাফল নিজের দিকে ঘুরিয়ে নিতে ডোনাল্ড ট্রাম্পের মরিয়া হয়ে একের পর এক আইনী চেষ্টায় কোনো লাভ হবেনা বলে মনে করছেন
রাজনৈতিক বিশ্লেষকরা৷ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, টুইট করেই আইনী লড়াই জেতা সম্ভব নয়। এলএবাংলাটাইমস /ওএম
রাজনৈতিক বিশ্লেষকরা৷ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, টুইট করেই আইনী লড়াই জেতা সম্ভব নয়। এলএবাংলাটাইমস /ওএম