আমেরিকা

সমর্থকদের 'মাগা মার্চ' র‍্যালিতে ছিলেন স্বয়ং ট্রাম্প

নির্বাচনে ভোট কারচুপির বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ট্রাম্প সমর্থকরা ওয়াশিংটনে সমাবেশ করছে আজ শনিবার (১৪ নভেম্বর)। ইতোমধ্যে হাজার হাজার ট্রাম্প সমর্থক নগরীর ফ্রিডম প্লাজা থেকে সুপ্রিম কোর্টের সামনে র‍্যালি করেছে। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অংশ নিয়েছেন। মাগা মার্চ নামের এই সমাবেশে প্রাউড বয়েজ ছাড়া বেশ কয়েকটি ডানপন্থী সংগঠন যোগ দিয়েছে৷ মূলত MAGA MARCH নামকরণটি করা হয়েছে ট্রাম্পের MAKE AMERICA GREAT AGAIN স্লোগান থেকে। হোয়াইট হাউজের সামনে থেকে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা র‍্যাল নিয়ে সুপ্রিমকোর্টের ক্যাপিটল হিলে যায়। ডোনাল্ড ট্রাম্প র‍্যালির মাঝখানে গাড়িতে যোগ দেন। এই সময় সমর্থকেরা স্টপ দ্যা স্টিলসহ আরো বেশকিছু স্লোগান দেয়। এই র‍্যালির নেতৃত্বে ছিলো প্রাউড বয়েজ সংগঠনের কর্মীরা। কালো হেলমেট ও ভেস্ট গায়ে দিয়ে র‍্যালিতে যোগ দেয় তারা৷ এদিকে, ডোনাল্ড ট্রাম্প পরাজয় মেনে না নিলেও প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন তাঁর প্রশাসনিক কাজ এগিয়ে রাখছেন। ডেলওয়ারে সাংবাদিকদের জো বাইডেন বলেন, তিনি তাঁর কেবিনেট গুছিয়ে নিতে কাজ শুরু করে দিয়েছেন। নির্বাচনে হেরে যাওয়ার পরও আইনী লড়াই চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ব্যাটেলগ্রাউণ্ড রাজ্যগুলোয় আনা বিভিন্ন কারচুপির অভিযোগ আদালতে বাতিল হয়ে গেলেও ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে কিছু নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে জো বাইডেন পেয়েছেন ৩০৬ ইলেক্টোরাল কলেজ ভোট, অপরদিকে ট্রাম্প পেয়েছেন ২৩২টি ইলেক্টোরাল কলেজ ভোট। আইনী পদক্ষেপে নিয়ে নির্বাচনের ফলাফলে কোনো পরিবর্তন আসবেনা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, টুইট করেই আইনী লড়াই জেতা সম্ভব নয়। এলএবাংলাটাইমস /ওএম