আমেরিকা

জিতেছেন বাইডেন, স্বীকার করলেন ট্রাম্প!

২০২০ প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন জিতেছেন, সেটি অবশেষে স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প। রবিবার (১৫ নভেম্বর) সকালে নিজের টুইটারে এক পোস্টে প্রথমবারের মতো প্রকাশ্যে জো বাইডেন যে জিতেছেন, সেটি স্বীকার করলেন। তবে নির্বাচন বিষয়ে এখনো নিজের অবস্থান থেকে সরে আসেননি ডোনাল্ড ট্রাম্প। বরাবরের মতোই ভোট কারচুপি ও নির্বাচনে জালিয়াতির অভিযোগ বহাল রেখেছেন। এছাড়া এই ফলের বিরুদ্ধে আইনী লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। সেই সাথে গণমাধ্যমকেও বরাবরের মতো দায়ী করছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো ও কিছু গণমাধ্যমের নীরব ভূমিকাকে হারের জন্য দায়ী করেছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প টুইটার পোস্টে লিখেন, 'সে (বাইডেন) নির্বাচনে জিতেছে কারণ নির্বাচন সুষ্ঠু হয়নি। কেন্দ্রে কোনো ভোট অবজারভার রাখা হয়নি। এমন একটি প্রতিষ্ঠানকে ভোট সারণী করতে দেওয়া হয়েছে যেটি প্রতিক্রিয়াশীল বামের সাথে যুক্ত। তাদের এই বিষয়ে দক্ষতা মোটেও নেই। এরা টেক্সাসে এজন্য কাজ করতেই পারেনি এবং সেখানে আমি বড় ব্যবধানে জিতেছি। তবে এরপরেই আরেকটি টুইটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, জো বাইডেন নির্বাচনে জিতেনি বরং ফেইক মিডিয়া তাকে জয়ী হিসেবে ঘোষণা দিয়েছে। এদিকে, ডোনাল্ড ট্রাম্পের এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনী কেন্দ্রে ভোট অবজারভার রাখা হয়েছিলো, এছাড়া কোনো অনিয়ম হয়নি বলে দাবি করেছে ইলেকশন কমিশন।
এলএবাংলাটাইমস /ওএম