২০১৬ সালে ক্ষমতায় বসে বেশকিছু স্বাস্থ্যনীতির পরিবর্তন এনেছেন ডোনাল্ড ট্রাম্প। এফোরডেবল কেয়ার এক্ট, মেডিকএইড ও ট্রান্সজেন্ডার রাইটের মতো বেশ কিছু খাতে এনেছেন পরিবর্তন।
২০২০ সালের নির্বাচনের প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেনও ডোনাল্ড ট্রাম্পের বেশকিছু স্বাস্থ্যনীতির পরিবর্তন করবেন, এমনটাই আঁচ করা যাচ্ছে৷
ডোনাল্ড ট্রাম্প বেশিরভাগ নীতিমালা পরিবর্তন করেন এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে। কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্রেটিকদের থাকায় সরাসরি আদেশে এসব পরিবর্তন আনেন ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্পের বেশকিছু নীতিতে জো বাইডেনও পরিবর্তন আনবেন। ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে স্বল্প মেয়াদী স্বাস্থ্য পরিকল্পনায় বেশ কিছু পরিবর্তন আনেন। ট্রাম্পের নতুন নীতিমালা অনুযায়ী কমপক্ষে এক বছরের জন্য স্বাস্থ্য পরিকল্পনা কিনতে হবে৷ ওবামার সময়ে এর সময়কাল ছিলো তিন মাস। বাইডেন প্রশাসন এই নীতিতে পরিবর্তন আনতে পারে।
এফোরডেবল কেয়ার এক্টেও পরিবর্তন আনা হবে। এখন ৯০ শতাংশ ও ৮৪ শতাংশ পর্যন্ত যে কেয়ার এক্ট পাওয়া যায়, তা বর্ধিত হতে পারে। অন্যান্য আরো খাত যেমন গর্ভপাত, পেরেন্টহুড পরিকল্পনা- এসবেও পরিবর্তন আনা হতে পারে।
এলএবাংলাটাইমস /ওএম