যুক্তরাষ্ট্রের ওষুধ নির্মাতা কোম্পানি মডার্না দাবি করেছে, তাদের তৈরি করোনার ভ্যাকসিন ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকরী। সোমবার ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল প্রকাশ করে কোম্পানিটি।
এক মাসে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে করোনার ভ্যাকসিনে সফলতা পাওয়ায় চাঙ্গা হচ্ছে যুক্তরাষ্ট্রের শেয়ার মার্কেট। আশা করা হচ্ছে, করোনার কারণে বিপর্যস্ত অর্থনীতি কিছুটা হলেও সামলে উঠতে পারবে।
ভ্যাকসিনের কার্যকারীতার তথ্য প্রকাশের পরই শেয়ার সূচক বাড়তে শুরু করেছে ওয়াল স্ট্রিটে। মডার্নার সূচক বেড়েছে প্রায় ৮ শতাংশ। এছাড়া গত সপ্তাহে ফাইজারের ভ্যাকসিনের কার্যকারীতার হার প্রকাশ হওয়ায় গতিশীল হয়েছিলো শেয়ার মার্কেট।
এর আগে করোনার কারণে ট্রাভেল কোম্পানিগুলো বিশাল ধসের মুখে পড়েছিলো। বিপর্যস্ত অর্থনীতি সামলাতে শেয়ার মার্কেট চাঙ্গা হওয়া খুব প্রয়োজন ছিলো।
ওয়ালস্ট্রিটে সকালে ডো জোনস ইন্ড্রাস্ট্রিয়ালের সূচক বেড়েছে ৩৬০ পয়েন্ট বা ১ দশমিক ২ শতাংশ।
এসএন্ডপির সূচক বেড়েছে ২৯ পয়েন্ট বা দশমিক ৮২ শতাংশ। নাসদাকের সূচক বেড়েছে ৬৭ দশমিক ২২ পয়েন্ট বা দশমিক ৫৭ শতাংশ। এলএবাংলাটাইমস /ওএম
এসএন্ডপির সূচক বেড়েছে ২৯ পয়েন্ট বা দশমিক ৮২ শতাংশ। নাসদাকের সূচক বেড়েছে ৬৭ দশমিক ২২ পয়েন্ট বা দশমিক ৫৭ শতাংশ। এলএবাংলাটাইমস /ওএম