আমেরিকা

উইসকনসিনে পুনরায় ভোট গণনার সিদ্ধান্ত

২০২০ নির্বাচন নিয়ে নাটকীয়তা কমছেই না। এবার উইসকনসিন অঙ্গরাজ্যের দুইটি কাউন্টিতে পুনরায় ভোট গণনার ঘোষণা দিয়েছে মিশিগান ইলেকশন কমিশন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আবেদনের প্রেক্ষিতে দুইটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কাউন্টিতে ভোট গণনা করা হবে। ট্রাম্প শিবির ভোট গণনার ফি বাবদ ৩ মিলিয়ন ডলার দিয়েছে নির্বাচন কমিশনকে। উইসকমসিনের ম্যাডিসন ও মিলওয়াকে কাউন্টিতে পুনরায় ভোট গণনা করা হচ্ছে। আগামী ১ ডিসেম্বর এর মধ্যে ভোট গণনা শেষ করা হবে৷ বুধবার ডোনাল্ড ট্রাম্প কৃষ্ণাঙ্গ অধ্যুষিত এই দুই কাউন্টিতে পুনরায় ভোট গণনা করার জন্য পিটিশন দায়ের করেন। এই দুইটি কাউন্টি মূলত ডেমোক্র‍্যাট অধ্যুষিত এলাকা। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে উইসকনসিনে ট্রাম্পের থেকে ২০ হাজার ভোটে এগিয়ে রয়েছে বাইডেন। ১৬ সালের নির্বাচনে এই রাজ্যটিতে জয় পান বাইডেন। এবারের নির্বাচনেও ব্যাটেলগ্রাইন্ড রাজ্য এটি।
এলএবাংলাটাইমস /ওএম