পেনসিলভেনিয়ায় ট্রাম্প শিবিরের করা আপিল খারিজ হয়ে গেলেও খুব শীঘ্রই হাল ছাড়ছেন না ডোনাল্ড ট্রাম্প। রবিবার (২২ নভেম্বর) জর্জিয়ায় দ্বিতীয়বার ভোট পুনরায় গণনা করার আপিলের আবেদন করেছে ট্রাম্প প্রচার শিবির।
ট্রাম্প শিবিরের এই আপিল আমলে নিয়ে জর্জিয়া ইলেকশন কমিশন দ্বিতীয়বার ভোট পুনরায় গণনা করবে। তবে এতে ডোনাল্ড ট্রাম্পের জর্জিয়া জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। জর্জিয়ায় যদিও খুব অল্প ব্যবধানে এগিয়ে রয়েছেন জো বাইডেন।
এদিকে, প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন জানুয়ারির ২০ তারিখ ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন৷ তবে ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত জো বাইডেনকে বিজয়ী হিসেবে মেনে নেননি। একের পর এক আপিলের মাধ্যমে সকল অঙ্গরাজ্যের ভোট সন্নিবেশ করে ফল ঘোষণা বিলম্বিত করছেন।
তবে ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত নির্বাচনের ফল মেনে না নেওয়ায় অনেক রিপাবলিকানই ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাঁরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প দেশের নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চাইছেন। এতে জনগণ দেশের নির্বাচনের উপর আস্থা হারাবে৷
যদিও ডোনাল্ড ট্রাম্প এসব মন্তব্য নিয়ে মোটেও মাথা ঘাবড়াচ্ছেন না৷ অধিকাংশ রিপাবলিকান সিনেটররাই ট্রাম্পের সমর্থনে রয়েছেন। রবিবার ডোনাল্ড ট্রাম্প টুইটারে রিপাবলিকানদের একতাবদ্ধ হতে আহবান জানিয়ে লিখেন, 'ফাইট হার্ড রিপাবলিকানস'। তবে আপিল করেও ফল পরিবর্তন হবে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷ জয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভেনিয়ায় ৮১ হাজার ভোটে এগিয়ে আছেন জো বাইডেন। এছাড়া আরিজোনা, জর্জিয়া ও মিশিগান হাতছাড়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। এলএবাংলাটাইমস /ওএম
যদিও ডোনাল্ড ট্রাম্প এসব মন্তব্য নিয়ে মোটেও মাথা ঘাবড়াচ্ছেন না৷ অধিকাংশ রিপাবলিকান সিনেটররাই ট্রাম্পের সমর্থনে রয়েছেন। রবিবার ডোনাল্ড ট্রাম্প টুইটারে রিপাবলিকানদের একতাবদ্ধ হতে আহবান জানিয়ে লিখেন, 'ফাইট হার্ড রিপাবলিকানস'। তবে আপিল করেও ফল পরিবর্তন হবে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷ জয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভেনিয়ায় ৮১ হাজার ভোটে এগিয়ে আছেন জো বাইডেন। এছাড়া আরিজোনা, জর্জিয়া ও মিশিগান হাতছাড়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। এলএবাংলাটাইমস /ওএম