আমেরিকা

তবু পার্টি হবে হোয়াইট হাউজে!

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ এর কারণে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। আসন্ন থ্যাংকসগিভিং হলিডেতে সংক্রমণ নিতে পারে ভয়াবহ রূপ। সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা ঘরে থাকতে অনুরোধ করছেন বাসিন্দাদের। নতুনভাবে করোনা নীতিমালা জারি হয়েছে বেশিরভাগ অঙ্গরাজ্যেই। অধিকাংশ অঙ্গরাজ্য জনসমাগম ও পার্টির উপর বিধিনিষেধ জারি করেছে। কারফিউ জারি হয়েছে ক্যালিফোর্নিয়ায়। তবে এসব কিছুই আমলে নিচ্ছে না হোয়াইট হাউজ। থ্যাংকসগিভিং এর পরেরদিন জমকালো ইনডোর পার্টির আয়োজন করা হচ্ছে হোয়াইট হাউজে। এই পার্টির হোস্ট ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। আগামী ৩০ নভেম্বর হোয়াইট হাউজে এই পার্টি হবে। এদিকে, ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য কর্মকর্তারাই আসন্ন থ্যাংকসগিভিং হলিডেতে পার্টি এবং জনসমাগম এড়িয়ে চলতে বলছেন। জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের পরামর্শকদের আপত্তির মুখেও পার্টি করা হবে। রাজনৈতিক বিশ্লেষক ও স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, হোয়াইট হাউজে পার্টির খবরে সাধারণ মানুষও করোনা নীতিমালা ভাঙ্গতে উৎসাহিত হবে। ইউএস সার্জন জেনারেল জেরোমি এডামস বলেন, হলিডে পার্টি সংক্রমণকে আরো গতিশীল করবে৷ এ বিষয়টি সবাইকে বুঝতে হবে। সবার উচিত সঠিক নীতিমালা মেনে চলা। এসব নীতিমালা হোয়াইট হাউজের জন্যও প্রযোজ্য, সাধারণ মানুষের জন্যও প্রযোজ্য। এলএবাংলাটাইমস /ওএম