আমেরিকা

ক্ষমতা হস্তান্তরে সম্মত হলেন ডোনাল্ড ট্রাম্প

২০২০ নির্বাচনে প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেনের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে সম্মত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ক্ষমতা হস্তান্তরের বিষয়ে যে সংস্থাটি কাজ করে, তাদের করণীয় কাজ শুরু করা উচিত। তবে এখন পর্যন্ত পরাজয় স্বীকার করে নেননি ডোনাল্ড ট্রাম্প। আইনী লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় রয়েছেন তিনি। ক্ষমতা হস্তান্তর বিষয়ক সংস্থা ফেডারেল এজেন্সি জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ) ইতোমধ্যে জো বাইডেনকে নির্বাচনে জয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে৷ ফলে খুব শীঘ্রই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে৷ মূলত মিশিগান রাজ্যের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে জয়ী বাইডেনকে বিজয়ী হিসেবে ঘোষণা দেওয়ার পরই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা হস্তান্তরের বিষয়টিতে সম্মত হয়েছেন। তবে আইনী লড়াই চালিয়ে যাবেন ডোনাল্ড ট্রাম্প। টুইটার পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেন, আমাদের মামলাগুলো ভালো অবস্থানে রয়েছে। আশা করি আমরা টিকে থাকবো৷ এদিকে, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হওয়ায় বেশকিছু ক্ষমতা উপভোগ করবেন জো বাইডেন। কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের সাথে আলোচনার পাশাপাশি অর্থ ও অফিস ব্যবহার করতে পারবেন তিনি। এলএবাংলাটাইমস /ওএম